মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দরের ফটক দ্রুত ত্যাগের নির্দেশ

কাবুল বিমানবন্দর থেকে এখন পর্যন্ত এক লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস
ছবি: ফাইল ছবি

মার্কিন নাগরিকদের আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের ফটকগুলো দ্রুত ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে এমন নির্দেশনা জারি করা হয়। এর আগের দিন বিমানবন্দরটির বাইরে বোমা হামলা চালানো হয়। তাতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, দূতাবাসের ওই সতর্কতায় মার্কিন নাগরিকদের বিমানবন্দরের অ্যাবে গেট, পূর্ব গেট, উত্তর গেট ও নতুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়সংলগ্ন গেট থেকে দ্রুত সরে যেতে বলা হয়েছে। সতর্কতায় বলা হয়, ‘নিরাপত্তাজনিত হুমকির কারণে আমরা মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর ও ফটকগুলো এড়িয়ে চলার নির্দেশনা দিয়ে যাচ্ছি।’

তবে বিমানবন্দরে কী ধরনের হুমকি রয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি দূতাবাসের পক্ষ থেকে। শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, কাবুল বিমানবন্দরে মার্কিন নাগরিক ও সহযোগী আফগানরা এখনো হামলার ঝুঁকির মধ্যে রয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে বোমা হামলা চালানো হয়। ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০। নিহত ব্যক্তিদের মধ্যে ১৩ মার্কিন সেনা রয়েছেন। এ হামলার আগেও সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। হামলার দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

চলতি মাসের ৩১ তারিখের মধ্যে আফগানিস্তান থেকে চূড়ান্ত ধাপে যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনীর সেনাসদস্যদের প্রত্যাহার করা হবে। একই সময়সীমার মধ্যে দেশটিতে অবস্থান করা বিদেশি নাগরিক ও ২০ বছরের যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীকে সহায়তা করা আফগানদেরও নিরাপদে নেওয়া হবে। এ লক্ষ্যে কাজ শুরু করে পশ্চিমা দেশগুলো। ১৫ আগস্ট তালেবানের হাতে কাবুলের পতনের পর এ কার্যক্রম আরও গতি পায়।