মিয়ানমারের ঐক্য সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক

জেক সুলিভান
ছবি : রয়টার্স

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান গত সোমবার মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। দেশটির সামরিক শাসনবিরোধী নেতারা এ সরকার গঠন করেছেন। গত সোমবার হোয়াইট হাউসের পক্ষ থেকে ওই বৈঠকের বিষয়টি জানানো হয়। খবর রয়টার্সের।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ভার্চ্যুয়াল বৈঠকে সুলিভানের সঙ্গে যুক্ত হন এনইউজির প্রতিনিধি ডুয়া লাসি লা ও জিন মার অং। বৈঠকে সুলিভান মিয়ানমারে গণতন্ত্রপন্থী আন্দোলনে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এবং দেশটিকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে চলমান প্রচেষ্টার বিষয়ে আলোচনা করেন।

সুলিভান মিয়ানমারে সামরিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। হোয়াইট হাউসের ভাষ্য, সুলিভান বলেছেন, অভ্যুত্থানের জন্য জবাবদিহি প্রচার অব্যাহত থাকবে।

মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় অং সান সু চিসহ তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের। এর পর থেকে দেশটিতে তুমুল বিক্ষোভ চলছে।

স্থানীয় পর্যবেক্ষক প্রতিষ্ঠান দ্য অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) সম্প্রতি জানিয়েছে, সেনাশাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ১০০ জনের বেশি নিহত হয়েছেন। এ ছাড়া দেশটিতে গ্রেপ্তার হয়েছেন ৮ হাজারের বেশি মানুষ।

মিয়ানমারে এ অস্থিরতার জন্য জান্তার পক্ষ থেকে ছায়া সরকারের সঙ্গে থাকা সন্ত্রাসী মিত্রদের দায়ী করা হয়েছে।

এর আগে গত সোমবার জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত বলেন, মিয়ানমারের জান্তাকে দেশটির সরকার হিসেবে স্বীকৃতি দিলে ক্রমবর্ধমান সহিংসতা বন্ধ হবে না।

হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী, গণতন্ত্রপন্থী কর্মী কো জিম্মির সাম্প্রতিক গ্রেপ্তারে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছেন সুলিভান এবং যুক্তরাষ্ট্র তাঁর মুক্তির বিষয়ে প্রচার চালিয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি।

সুলিভান ও এনইউজির প্রতিনিধিরা মিয়ানমারে করোনাভাইরাস পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।