মিয়ানমারে সহিংসতা বন্ধের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের
মিয়ানমারের চিন রাজ্যে ক্রমবর্ধমান সহিংসতা বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের জন্য আহ্বান জানিয়েছে পাঁচ শতাধিক নাগরিক অধিকার গ্রুপ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় গণমাধ্যম, প্রত্যক্ষদর্শী ও জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, চিন রাজ্যে ভারী অস্ত্রসহ সেনা জড়ো করছে মিয়ানমার সরকার। সেখানে বিদ্রোহীদের ওপর হামলার জন্য সেনা জড়ো করা হচ্ছে।
৫২১টি আন্তর্জাতিক ও স্থানীয় সংগঠনের পক্ষে হিউম্যান রাইটস ওয়াচের এক বিবৃতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বৈঠক করে সমাধান বের করার আহ্বান জানানো হয়।
মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় অং সান সু চিসহ তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের। এর পর থেকে দেশটিতে তুমুল বিক্ষোভ চলছে।