মুক্তি পেলেন হংকংয়ের গণতন্ত্রপন্থী অধিকারকর্মী

কারাগার থেকে মুক্তি পেয়েছেন গণতন্ত্রপন্থী অধিকারকর্মী আগনেস চৌ। ১২ জুন, হংকংয়ে।
ছবি: রয়টার্স

চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের গণতন্ত্রপন্থী অধিকারকর্মী আগনেস চৌ সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই মুক্তি পেয়েছেন। প্রায় সাত মাস কারাগারে কাটানোর পর স্থানীয় সময় আজ শনিবার মুক্তি পান তিনি। ২০১৯ সালে সরকারবিরোধী বিক্ষোভের সময় আটক করা হয়েছিল তাঁকে।

২৪ বছর বয়সী এই বিক্ষোভকারী আরেক গণতন্ত্রপন্থী অধিকারকর্মী জোশুয়া ওংয়ের সঙ্গে দণ্ডিত হয়েছিলেন। ২০১৯ সালের বিক্ষোভের সময় পুলিশ সদর দপ্তরের পাশে মিছিল-সমাবেশ আয়োজনের অভিযোগে ১০ মাসের কারাদণ্ড হয়েছিল তাঁদের।

জোশুয়া এখনো কারাগারে আছেন। সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই মুক্তি দেওয়া হয়েছে চৌকে। তবে তাঁকে কেন আগেই ছেড়ে দেওয়া হয়েছে, সেটা স্পষ্ট নয়। হংকংয়ের কারেকশনাল সার্ভিস ডিপার্টমেন্ট কোনো একজন ব্যক্তির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

শনিবার সকালে হংকংয়ের নিউ টেরিটরি ডিস্ট্রিক্ট তুয়েন মানের তাই লাম কারেকশনাল ইনস্টিটিউট থেকে ছাড়া পান চৌ। তবে কারাগার থেকে বেরিয়ে আসার পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

বিদেশি শক্তির সঙ্গে সংযোগ থাকার অভিযোগ এনে নিরাপত্তা আইনের আওতায় গত বছর চৌকে এক দফা আটক করা হয়েছিল। তবে এ বিষয়ে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। আটকের আগে চৌ কয়েকবার জাপান সফর করেছিলেন। তিনি জাপানি ভাষায় পারদর্শী। জাপানের গণমাধ্যম তাঁকে ‘গণতন্ত্রের দেবী’ আখ্যায়িত করেছে।