রোষানলে পড়ার আশঙ্কায় হংকংয়ে কার্যালয় বন্ধ করছে অ্যামনেস্টি

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হংকংয়ে তাদের কার্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে। হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনের রোষানলে পড়ার শঙ্কায় যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি আজ সোমবার এ ঘোষণা দিয়েছে।

চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে আজই সংগঠনটির সাবেক এক খাদ্য সরবরাহ কর্মীকে জাতীয় নিরাপত্তা আইনে দোষী সাব্যস্ত করার পর অ্যামনেস্টি এ ঘোষণা দিল। এ নিয়ে ওই নিপীড়নমূলক আইনে দুজন দোষী সাব্যস্ত হলেন।

গণতন্ত্রের দাবিতে সহিংস বিক্ষোভের জেরে গত বছর চীনের কমিউনিস্ট সরকার হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করে। তখন থেকে রাজনৈতিক, সাংস্কৃতিক ও বৈচিত্র্যের শহর হংকং পরিণত হয়েছে ভয় আর শঙ্কার শহরে।

অ্যামনেস্টির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আনঝুলা মিয়া সিং বায়স বলেছেন, কার্যালয় বন্ধের সিদ্ধান্ত খুবই ভেবেচিন্তে নেওয়া হয়েছে। হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইনের কারণেই এ সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁদের। তিনি আরও বলেন, বর্তমানে হংকংয়ে মুক্তভাবে কাজ করা এবং সরকারের প্রতিহিংসাপরায়ণ হুমকি ছাড়া মানবাধিকার সংগঠনগুলোর কাজ করা প্রায় অসম্ভব।

চার দশকের বেশি সময় ধরে হংকংয়ে কার্যক্রম পরিচালনা করে আসছিল অ্যামনেস্টি। শহরটিতে অ্যামনেস্টির দুটি কার্যালয় রয়েছে। এই দুটি কার্যালয়ের মধ্যে একটি বন্ধ হবে ৩১ অক্টোবর। অপরটি বন্ধ করা হবে চলতি বছরের শেষের দিকে।

চীন সরকার জাতীয় হংকংয়ের জাতীয় নিরাপত্তা আইনকে নিরাপত্তার জন্য যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। তবে হংকংয়ের গণতন্ত্রপন্থী, পশ্চিমা বিশ্ব এই আইনকে হংকংয়ে মানুষের ব্যক্তিস্বাধীনতা রোধের ভয়াবহ ‘অস্ত্র’ হিসেবে আখ্যা দিয়েছে।