শ্রীলঙ্কায় আরও ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল পাঠাল ভারত

জ্বালানি তেলের ভয়াবহ ঘাটতি দেখা দিয়েছে শ্রীলঙ্কায়, সাম্প্রতিক সময়ে ডিজেল কিনতে স্টেশনগুলোতে লম্বা লাইন দেখা গেছে
রয়টার্স ফাইল ছবি।

শ্রীলঙ্কাকে আরও ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল (ডিজেল) পাঠিয়েছে ভারত। ইতিহাসের সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটে থাকা দ্বীপদেশটিকে সহজ ঋণসহায়তার আওতায় এই ডিজেল চালান পাঠানো হয়েছে। খবর এনডিটিভির। শ্রীলঙ্কায় নতুন করে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল পাঠানোর কথা নিশ্চিত করেছেন কলম্বোয় ভারতীয় হাইকমিশনারও।

গত মাসে ভারত শ্রীলঙ্কার প্রতি নতুন করে সাহায্যের হাত বাড়ায়। দেশটিকে জ্বালানি আমদানির জন্য অতিরিক্ত ৫০০ মিলিয়ন ডলার সহজ ঋণসহায়তা ঘোষণা দেয়। সাম্প্রতিক সময়ে বৈদেশিক মুদ্রার অভাবে শ্রীলঙ্কা আমদানি মূল্য পরিশোধ করতে হিমশিম খাচ্ছিল। ফলে দেশটির মুদ্রার অবমূল্যায়ন হয় এবং মুদ্রাস্ফীতি বেড়ে যায়।

কলম্বোর ভারতীয় হাইকমিশন জানায়, গত শুক্রবার চাল, ওষুধ ও গুঁড়ো দুধের মতো জরুরি সাহায্য নিয়ে একটি ভারতীয় জাহাজ রওনা হয়েছে; যা আগামীকাল রোববার কলম্বো পৌঁছাবে।

এর আগে দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুর থেকেও সাহায্য যায় শ্রীলঙ্কায়। গত বুধবার জাহাজ ছাড়ার সময় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন চেন্নাই বন্দরে উপস্থিত ছিলেন। ওই জাহাজে ৯ হাজার মেট্রিক টন চাল, ২০০ মেট্রিক টন গুঁড়ো দুধ ও ২৪ মেট্রিক টন জীবন রক্ষাকারী ওষুধ ছিল।

গত শুক্রবার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের জনগণের পক্ষ থেকে ভাতৃপ্রতিম শ্রীলঙ্কার মানুষের জন্য এই সহায়তা।

জরুরি প্রয়োজন মেটাতে ভারত সরকারের বাইরে দেশটির বিভিন্ন ব্যক্তিগত ও সামাজিক সংগঠন শ্রীলঙ্কায় সাহায্য পাঠিয়েছে। এটা দ্বীপরাষ্ট্রটির প্রতি ভারতের সাধারণ মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। চলতি বছরের জানুয়ারি থেকে এ প্রর্যন্ত শ্রীলঙ্কাকে প্রায় ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিয়েছে ভারত। এ ছাড়া বাড়তি হিসেবে ওষুধ, শুকনো খাবার ইত্যাদি পাঠানো হয়েছে অনুদান হিসেবে।

এ ছাড়া বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মাধ্যমে ১৫ লাখ ডলার সহায়তার কথা ঘোষণা করেছে জাপান। জাপান কর্তৃপক্ষ জানায়, এই অর্থসহায়তা থেকে ভালো মানের চাল, ডাল, তেলসহ জরুরি খদ্যসহায়তা দেওয়া হবে। ডব্লিউএফপির মাধ্যমে এই সহায়তা পাবে শহর ও গ্রামের আনুমানিক ১৫ হাজার মানুষ এবং ৩ লাখ ৮০ হাজার স্কুলশিক্ষার্থী।

জাপানের দেওয়া আর্থিক সাহায্য থেকে ডব্লিউএফপি স্কুলশিক্ষার্থীদের প্রতিদিন বিনা মূল্যে খাবার সরবারহ করবে। এ ছাড়া প্রয়োজনীয় পণ্য দিয়ে সাজানো রেশন প্যাকেট (খাবার) সরবারহ করা হবে অসহায় মানুষকে।

এর আগে চলতি সপ্তাহে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ঘোষণা করেন, তাঁর দেশ ভয়াবহ খাদ্যঘাটতির মুখোমুখি হতে যাচ্ছে।

ভারত অনেকবারই জানিয়েছে, প্রতিবেশী দেশটির অর্থনৈতিক সংকটে তারা সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। একই সঙ্গে দ্বীপদেশটিতে গণতন্ত্র, স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারেও সাহায্য করবে।