সবচেয়ে লম্বা নাক তাঁর

তুরস্কের মেহমেত ওজুরেকের নাক ৩ দশমিক ৪৬ ইঞ্চি লম্বা।
ছবি: গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের সৌজন্যে

তুরস্কের মেহমেত ওজুরেক, অন্য আট–দশজনের মতো পুরোপুরি স্বাভাবিক একজন মানুষ। কিন্তু তাঁর চেহারায় এমন কিছু আছে, যেটা অন্যদের থেকে তাঁকে আলাদা করতে পারে। ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে, মেহমেতের নাকটা সবার চেয়ে আলাদা। বেশ লম্বা। আর এই বৈশিষ্ট্য মেহমেতকে এনে দিয়েছে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের মতে, বিশ্বের সবচেয়ে লম্বা নাকের জীবিত পুরুষ তুরস্কের মেহমেত।

শুধু বিশ্ব রেকর্ড অর্জন নয়, দুই দশক ধরে এ রেকর্ড ধরে রেখেছেন মেহমেত। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বলা হয়েছে, ২০০১ সালে প্রথম মেহমেতের নাকের মাপ নেওয়া হয়। দেখা যায়, তাঁর নাক ৮ দশমিক ৮ সেন্টিমিটার বা ৩ দশমিক ৪৬ ইঞ্চি লম্বা। ওই বছরই বিশ্বের সবচেয়ে লম্বা নাকের পুরুষ হিসেবে স্বীকৃতি পান তিনি।

অনেকেই মনে করেন, বয়সের সঙ্গে সঙ্গে মানুষের নাক ও কানের আকার বদলে যায়। আগের তুলনায় বড় হয় এগুলো। এ ধারণা থেকে গত দুই দশকে দুবার মেহমেতের নাকের মাপ নিয়েছে গিনেস কর্তৃপক্ষ। প্রথমে ২০১০ সালে, চলতি বছর আরও একবার। তবে এ ধারণার সত্যতা পাওয়া যায়নি। গত দুই দশকে মেহমেতের নাকের মাপ একই রয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে লম্বা নাকের পুরুষের রেকর্ড ধরে রেখেছেন তিনি।

এমন লম্বা নাকের কারণে মেহমেতের ঘ্রাণশক্তি অন্য সবার চেয়ে বেশি। তিনি বলেন, ‘অন্য মানুষ যেখানে কোনো গন্ধ পান না, সেই জায়গাতেও আমি গন্ধ শনাক্ত করতে পারি। এমনকি আমি বাড়িতে ঢুকেই গন্ধ শুঁকে বলে দিতে পারি কী রান্না হয়েছে।’

মেহমেতের পূর্বপুরুষদের নাকও অন্য মানুষের তুলনায় খানিক বড় ছিল। ২০১০ সালে ইতালির একটি টিভি শোতে অংশ নিয়ে মেহমেত বলেছিলেন, ‘আমি বিশেষ শারীরিক বৈশিষ্ট্য নিয়ে জন্মেছি। ঈশ্বর আমাকে অন্যদের তুলনায় বড় আকারের নাক দিয়েছেন। অনেক সময় বন্ধুরা এটা নিয়ে আমাকে খ্যাপায়। জনসমাগমে গেলে সবাই ঘুরে ঘুরে দেখে। অনেক সময় এসব কারণে মন খারাপ হয় ঠিকই। তবে বিশেষ এই শারীরিক বৈশিষ্ট্যে নিয়েও আমি সন্তুষ্ট। এটা আমাকে বিশ্ব রেকর্ডের মালিক বানিয়েছে।

মেহমেতের আগে বিশ্বের সবচেয়ে লম্বা নাকের অধিকারী ছিলেন যুক্তরাজ্যের থমাস ওয়েডারস। গত শতকের সত্তরের দশকে সার্কাসে কাজ করা থমাসের নাক লম্বায় ছিল ১৯ সেন্টিমিটার বা ৭ দশমিক ৫ ইঞ্চি।