স্ত্রীর ছদ্মবেশে উড়োজাহাজে উঠে ধরা

প্রতীকী ছবি

ইন্দোনেশিয়ায় বোরকা পরিহিত অবস্থায় একজন উড়োজাহাজে উঠেছিলেন। সঙ্গে ছিল পাসপোর্ট এবং করোনা নেগেটিভ সনদ। এরপরও হয়নি শেষ রক্ষা। মাঝ–আকাশেই ধরা পড়তে হয় তাঁকে।

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ওই ব্যক্তি রাজধানী জাকার্তা থেকে দেশটির তারনাতে শহরে যাওয়ার জন্য ফ্লাইটে উঠেছিলেন। করোনায় আক্রান্ত হওয়ায় ঝামেলা এড়াতে তিনি তাঁর স্ত্রীর পাসপোর্ট নিয়ে নারী সেজে আসেন। নানা সতর্কতার পর তাঁর আদতেই ধরা পড়ার কথা ছিল না। তবে ফ্লাইট চলাকালে একটি ভুল করে বসেন তিনি।

বোরকা খুলে স্ত্রীর সাজ ছেড়ে নিজ পোশাক পরেন তিনি। বিষয়টি চোখে পড়ে এক বিমানবালার। তারপরই আসল ঘটনা সামনে আসে।

পুলিশ জানিয়েছে, উড়োজাহাজ মাটিতে নামার পরপরই ওই ব্যক্তিকে আটক করা হয়। নমুনা নেওয়ার পর তাঁর শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। সঙ্গে সঙ্গেই পাঠিয়ে দেওয়া হয় কোয়ারেন্টিনে। কোয়ারেন্টিন শেষে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে ইন্দোনেশিয়ায়। গত জুন থেকে দেশটিতে সংক্রমণ বাড়তে থাকে। জুলাইয়ের শেষের দিকে এসে তা ভয়াবহ আকার ধারণ করেছে। দিনে কমবেশি ৫০ হাজার করোনা রোগী শনাক্ত হচ্ছেন এশিয়ার দেশটিতে।

ইন্দোনেশিয়ায় করোনা প্রথম শনাক্তের পর থেকে এখন পর্যন্ত ৩০ লাখের মতো মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭২ হাজারের বেশি মানুষের। দেশটিতে করোনার এই ভয়াবহ পরিস্থিতির মূল কারণ হিসেবে ধরা হচ্ছে টিকাদানের ধীরগতিকে। এ ছাড়া করোনার ডেলটা ধরনকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা।