হংকংয়ে নীরবে পালিত তিয়েনআনমেন স্কয়ার হত্যাকাণ্ডের বার্ষিকী

তিয়েনআনমেন স্কয়ার হত্যাকাণ্ডের ৩২তম বার্ষিকীতে সমাবেশস্থল ভিক্টোরিয়া পার্ক লকডাউন করে রাখে পুলিশ।
ছবি: রয়টার্স

তিয়েনআনমেন স্কয়ার হত্যাকাণ্ডের ৩২তম বার্ষিকী অনেকটা নীরবে পালন করেছে হংকং। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এবারে দ্বিতীয় বছরের মতো হংকং কর্তৃপক্ষ বার্ষিক ওই অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করে। করোনা মহামারির দোহাই দিয়ে সেখানে গণতন্ত্রপন্থীদের জনসমাবেশ করতে দিতে আপত্তির কথা জানায় পুলিশ।

বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে ১৯৮৯ সালের ৪ জুন চীনা সেনারা গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর হামলা চালালে ছাত্রসহ হাজারো মানুষ নিহত হন। সেদিনের স্মরণে প্রতিবছর সেখানে হাজার হাজার মানুষের সমাবেশ ঘটে।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে তিয়েনআনমেন স্কয়ারের হত্যাকাণ্ডের স্মরণে বার্ষিক জনসমাবেশ আয়োজনকারীদের একজনকে আটক করে হংকং পুলিশ। তবে গণতন্ত্রপন্থীরা পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ করার সিদ্ধান্তে অটল থাকেন।

মোমবাতি জ্বালিয়ে জনসমাবেশ ঠেকাতে সাত হাজার পুলিশ সদস্যকে প্রস্তুত রাখা হয়। এর আগে সমাবেশ রোধে সকালে আইনজীবী চাউ হ্যাং-তাংকে (৩৭) গ্রেপ্তার করা হয়। তিনি হংকং অ্যালায়েন্সের ভাইস চেয়ারের দায়িত্বে রয়েছেন। ওই সংগঠনটি প্রতিবছর এ জনসমাবেশের আয়োজন করে থাকে।

পুলিশ বলেছে, বেআইনি সমাবেশ আয়োজন-সংক্রান্ত প্রচারের সন্দেহে তাঁকে আটক করা হয়েছে।

বিবিসি জানায়, পুলিশ কর্মকর্তারা সমাবেশস্থল ভিক্টোরিয়া পার্ক বন্ধ করে দেন। এ ছাড়া মোমবাতি হাতে নিয়ে বা মুঠোফোনের আলো জ্বালিয়ে সমাবেশে অংশ নিতে আসা মানুষজনকে ছত্রভঙ্গ করে দেন।

হংকংয়ে বিতর্কিত নিরাপত্তা আইন পাস হওয়ার পর প্রথম তিয়েনআনমেন স্কয়ার হত্যাকাণ্ডের বার্ষিকী পালিত হচ্ছে। দেশটিতে ভিন্নমত দমন ও গণতন্ত্রপন্থী আন্দোলন রুখতে বিতর্কিত ওই আইন পাস করা হয়।

গত বছর ওই দিবস পালন করতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজারো মানুষ জড়ো হন। তাঁরা ভিক্টোরিয়া পার্কের বেড়া ভেঙে ফেলেন। তবে এ বছরের সমাবেশ আয়োজনে আরও বেশি বাধা এসেছে। গত বছর পাস হওয়া বিতর্কিত আইন অনুযায়ী, বিদ্রোহীদের শাস্তি দেওয়ার বিষয়টি সহজ হয়েছে।

শুক্রবার রাত আটটার দিকে আন্দোলনকর্মীরা মোমবাতি, বাড়ির বাতি এমনকি সিগারেট নিয়ে হলেও সমাবেশস্থলে হাজির হতে অনলাইনে আহ্বান জানান।
পুলিশের পক্ষ থেকে আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তার করা হবে বলে সতর্ক করা হয়। হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম বলেন, নাগরিকদের অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।