হামাসকে বড় আঘাত করল ইসরায়েল

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনি ভবন। ছবি: রয়টার্স
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনি ভবন। ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকা শাসনকারী ইসলামপন্থী সংগঠন হামাসের স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুজন নিহত ও ১২ জন আহত হয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ২০১৪ সালে গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধের পর এটি তাদের সবচেয়ে বড় হামলা। গাজা উপত্যকা থেকে ইসরায়েলে ছোড়া রকেট হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। প্রয়োজন হলে আরও হামলা চালানো হবে। কিন্তু ফিলিস্তিন বলছে, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চলছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে আল-শাতি শরণার্থীশিবিরে বহুতল ভবনে থাকা হামাসের প্রশিক্ষণ ক্যাম্প, বেইত লাহিয়ায় ব্যাটালিয়নের সদর দপ্তরসহ হামাসের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

নেতানিয়াহু এক ভিডিও বিবৃতিতে বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী, চিফ অব স্টাফ ও শীর্ষ সিকিউরিটি কমান্ডের সঙ্গে আলোচনা করে হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও জোরালো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েল গাজা সিটিতে একটি খালি ভবনে এ হামলা চালিয়েছে। হতাহত ব্যক্তিরা সবাই পথচারী।