হামিদ মিরকে টিভি উপস্থাপনা থেকে সরানোর নিন্দা

হামিদ মির
ফাইল ছবি রয়টার্স

পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলার পর টিভি উপস্থাপনা থেকে সরিয়ে দেওয়া হয়েছে দেশটির খ্যাতিমান সাংবাদিক হামিদ মিরকে। এর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, হামিদ মিরের বিরুদ্ধে এই ‘শাস্তিমূলক ব্যবস্থা’ ব্যাপকভাবে সংবাদমাধ্যমের দায়িত্বকে খর্ব করেছে। আগে থেকে বিরাজমান একটি নিপীড়নমূলক পরিবেশে কর্তৃপক্ষকে বাক্‌স্বাধীনতার সুরক্ষা দিতে হবে।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের এশিয়া প্রোগ্রাম সমন্বয়ক স্টিভেন বাটলার এ ঘটনাকে পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতার ঘাটতির বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেছেন।
পাকিস্তানের হিউম্যান রাইটস কমিশনও এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, হামিদ মিরকে অবিলম্বে টিভি উপস্থাপনায় ফিরিয়ে নিতে হবে এবং তাঁর বিরুদ্ধে হুমকির তদন্ত করতে হবে।

পাকিস্তানের টিভি চ্যানেল জিয়ো নিউজে ‘ক্যাপিটাল টক’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন হামিদ মির। গতকাল সোমবার চ্যানেল কর্তৃপক্ষ তাঁকে ওই অনুষ্ঠান উপস্থাপনা থেকে সরিয়ে দিয়েছে। অন্য একজন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ সভায় পাকিস্তান সেনাবাহিনীর সমালোচনা করার কয়েক দিনের মধ্যেই তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

আল-জাজিরাকে হামিদ মির জানান, গতকাল সন্ধ্যায় জিয়ো নিউজ কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে, তিনি আর ‘ক্যাপিটাল টক’ উপস্থাপনা করছেন না। তিনি আরও বলেন, চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ওপর ভীষণ চাপ সৃষ্টি করা হয়েছে। তবে তারা জানায়নি, এ চাপের পেছনে কারা রয়েছে।

হামিদ মিরকে জনপ্রিয় ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানের উপস্থাপনা থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি জিয়ো নিউজ কর্তৃপক্ষ আল-জাজিরাকে নিশ্চিত করেছে। তাঁকে সরিয়ে দিতে চাপ থাকার কথাও স্বীকার করেছে চ্যানেলটি।

গত সপ্তাহে ইসলামাবাদে নিজ বাড়িতে পাকিস্তানি সাংবাদিক আসাদ আলী তুরের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক সভায় দেশটির সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সমালোচনা করেছিলেন হামিদ মির।