২ সপ্তাহে ৪ বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

আজ আরও দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া
ছবি: এএফপি

দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে চারবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। সর্বশেষ আজ সোমবার দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। এই দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের একটি বিমানবন্দর থেকে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এসব তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশটি যে অস্ত্র কর্মসূচির পরিধি বাড়াচ্ছে, সেই ইঙ্গিতই দেওয়া হচ্ছে এমন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্য দিয়ে। উত্তর কোরিয়ার এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছেন জাপানের মন্ত্রিসভা–বিষয়ক মুখ্যসচিব হিরোকাজু মাতসুনো। তিনি বলেন, উত্তর কোরিয়ার এ পদক্ষেপ এই অঞ্চলের নিরাপত্তা ও শান্তির জন্য হুমকির।

এদিকে উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্রগুলোর পরীক্ষা চালিয়েছে, সেগুলোর মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও রয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এগুলো নিক্ষেপের পর নিয়ন্ত্রণ করা যায়। এ ছাড়া গত শুক্রবার যে দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে, সেগুলো ট্রেন থেকে নিক্ষেপ করা যায়।

আজকের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সম্পর্কে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, স্বল্পপাল্লার এই ক্ষেপণাস্ত্র দুটি সুনান বিমানঘাঁটি থেকে নিক্ষেপ করা হয়েছে। এই দুটি ৩৮০ কিলোমিটার দূরে আঘাত হেনেছে। আর ক্ষেপণাস্ত্র দুটি সর্বোচ্চ ৪২ কিলোমিটার উঁচু দিয়ে উড়ছিল।

এ প্রসঙ্গে জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি বলেন, ক্ষেপণাস্ত্র দুটি উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলের উপকূলে আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে দিয়ে উত্তর কোরিয়া এটাই প্রমাণ করছে যে তারা ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নত করছে।

এদিকে সুনান বিমানঘাঁটি থেকে এর আগেও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। ২০১৭ সালে এই বিমানঘাঁটি থেকে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন দেশটির সরকার প্রধান কিম জং–উন।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য হুমকির কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে।