ইতিহাসের এই দিনে: মহাকাশে প্রথম সেলফি

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১২ নভেম্বর। চলুন দেখি, বিশ্বে এই দিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

মহাকাশে তোলা নভোচারী বাজ অলড্রিনের সেই সেলফি
ছবি: টুইটার থেকে নেওয়া

১৯৬৬ সালের ১২ নভেম্বর। মহাকাশে অনন্য একটি কীর্তি গড়েন মার্কিন নভোচারী বাজ অলড্রিন। জেমিনি-১২ অভিযানে মহাকাশে গিয়েছিলেন তিনি। মহাকাশযান থেকে বেরিয়ে অলড্রিন সেলফি তোলেন। মহাকাশে মানুষের তোলা প্রথম সেলফি ছিল এটি।

ঘুড়িতে চড়ে আকাশে ওড়া

অস্ট্রেলিয়ার বাসিন্দা লরেন্স হারগ্রেভ। ১৮৯৪ সালের এই দিনে নিজের উদ্ভাবিত চারটি বক্স ঘুড়িতে চেপে আকাশে ওড়েন তিনি। মাটি থেকে ১৬ ফুট ওপরে ওড়ে লরেন্সের সেই বক্স ঘুড়ি। উড়োজাহাজ আবিষ্কারের বহু আগে লরেন্সের হাত ধরে মানুষের আকাশের ওড়ার স্বপ্ন অনেকটা এগিয়ে যায়।

অ্যান্টার্কটিকার একটি হিমবাহ
ছবি: রয়টার্স

বেলজিয়ামের চেয়ে বড় হিমবাহ আবিষ্কার

একটি হিমবাহ, আয়তনে সেটি ইউরোপের দেশ বেলজিয়ামের চেয়ে বড়। বলা হয়ে থাকে, বিশ্বের সবচেয়ে বড় হিমবাহ এটি। ১৯৫৬ সালের ১২ নভেম্বর অ্যান্টার্কটিকায় এই হিমবাহ খুঁজে পায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ।

প্রলয়ংকরী ভোলা ঘূর্ণিঝড়

১৯৭০ সালের এ দিনে বাংলাদেশের (তখনকার পূর্ব পাকিস্তান) দক্ষিণাঞ্চলের উপকূলে আঘাত হানে শক্তিশালী একটি ঘূর্ণিঝড়। শুধু বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গেও ঘূর্ণিঝড়টি আঘাত হেনেছিল। এতে প্রাণ যায় প্রায় ৫ লাখ মানুষের। ইতিহাসে এটা প্রলয়ংকরী ভোলা ঘূর্ণিঝড় নামে পরিচিত।