একনজর: সারা দিন বিশ্বে যা ঘটল

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি)। আজ বিশ্বে সারা দিনই আলোচনায় আছে পাকিস্তানে সরকার গঠনের বিষয়টি। এ ছাড়া গাজায় ইসরায়েলি হামলা, বাইডেন নেতানিয়াহু ফোনালাপসহ আরও কিছু উল্লেখযোগ্য খবর আছে। খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।

নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টো জারদারি (ডানে)
ফাইল ছবি: এএফপি

পাকিস্তানের সাধারণ নির্বাচনে কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। অবধারিতভাবে দেশটিতে জোট সরকার গড়তে হচ্ছে। কিন্তু ক্ষমতার ভাগাভাগির বিষয়টি এখনো স্পষ্ট হয়নি। কেন্দ্রে একটি টেকসই জোট সরকার গঠনে ক্ষমতা ভাগাভাগি করতে প্রাথমিক একটি কৌশল বানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন। এই কৌশল ধরেই আগামী দিনের সম্ভাব্য মিত্রদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চায় দলটি।

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ
ফাইল ছবি: রয়টার্স

পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে বিজয়ী ছয়জন প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজে (পিএমএল-এন) যোগ দিয়েছেন। এবারের নির্বাচনে এককভাবে সরকার গঠনের জন্য কোনো দল প্রয়োজনীয় আসন পায়নি। জোট বেঁধে সরকার গড়ার আলোচনা এগিয়ে নিচ্ছে পিএমএল-এনসহ বিভিন্ন রাজনৈতিক দল।

পিএমএল-এন নেতা নওয়াজ শরিফ ও এমকিউএম-পির আহ্বায়ক খালিদ মকবুল সিদ্দিকি
ছবি: এএফপি ফাইল ছবি

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি)–এর মধ্যে গতকাল রোববার গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়েছে। পিএমএল-এনের এক বিবৃতিতে বলা হয়, পরবর্তী সরকার গঠনে একসঙ্গে কাজ করার ব্যাপারে দুই দলই প্রাথমিকভাবে সম্মত হয়েছে। যদিও বৈঠক শেষ হওয়ার পরই এমকিউএম-পি দলের আহ্বায়ক খালিদ মকবুল সিদ্দিকী বলেছেন, বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।

ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফায় আজ সোমবার সূর্যোদয়ের আগে বিমান হামলা চালায় ইসরায়েল
ছবি: এএফপি

এদিকে ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফায় আজ সূর্যোদয়ের আগে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ প্রায় ১০০ জন নিহত হয়েছেন। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর চাঁদা দিতে ব্যর্থ সদস্যদেশে হামলা চালাতে রাশিয়াকে ‘উৎসাহিত’ করবেন তিনি। গত শনিবার এক সমাবেশে ট্রাম্প বলেন, একবার এক ন্যাটো নেতাকে বলেছিলেন, চাঁদা না দেওয়া সদস্যদেশকে তিনি রক্ষা করবেন না। তিনি আক্রমণকারীদের যা খুশি তা-ই করতে উৎসাহিত করবেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন
ফাইল ছবি: এএফপি

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে আবার হাসপাতালে নেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। সম্ভাব্য মূত্রাশয়সংক্রান্ত সমস্যার উপসর্গ দেখা দেওয়ায় এবার অস্টিনকে হাসপাতালে নেওয়া হলো।