ইতিহাসের এই দিনে: পোপ ষোড়শ বেনেডিক্টের অবসরের ঘোষণা

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১০ ফেব্রুয়ারি। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

পোপ ষোড়শ বেনেডিক্টফাইল ছবি: রয়টার্স

সময়টা ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি। ওই দিন অবসরের ঘোষণা দেন তখনকার পোপ ষোড়শ বেনেডিক্ট। ভ্যাটিকানের আধুনিক ইতিহাসে তিনিই প্রথম ক্যাথলিক গির্জার প্রধান, যিনি অবসর নিয়েছেন। তাঁর আগে অবসর নিয়েছিলেন পোপ দ্বাদশ গ্রেগরি। সেটা ১৪১৫ সালে।

পেটেন্ট পায় কৃত্রিম পা

যুক্তরাষ্ট্রে ১৮৬৩ সালের ১০ ফেব্রুয়ারি পেটেন্ট পায় কৃত্রিম পা। এটি উদ্ভাবন করেছিলেন মার্কিন উদ্ভাবক ডুবোয়েস ডি পারমেলে। দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে যাঁরা পা হারান, তাঁদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে এই কৃত্রিম পা।

প্যারিস চুক্তি সই

সময়টা ১৭৬৩ সালের ১০ ফেব্রুয়ারি। ফ্রান্সের প্যারিসে একটি চুক্তি সই হয়। এর মধ্য দিয়ে ইতিহাসখ্যাত ‘সেভেন ইয়ারস ওয়ার’ থামে। ইউরোপ থেকে আমেরিকায় এই যুদ্ধ চলছিল। এটিকে বিশ্বের ইতিহাসে প্রথম ‘বৈশ্বিক যুদ্ধ’ ধরা হয়।

দাবা
প্রতীকী ছবি: রয়টার্স

মানুষ আর যন্ত্রের দাবা খেলা

বিশ্ব দাবার আসরে ১৯৯৬ সালের ১০ ফেব্রুয়ারি নতুন ইতিহাস রচিত হয়েছিল। ওই দিন প্রথমবারের মতো দাবার আসরে মানুষকে হারিয়ে দেয় কোনো যন্ত্র। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বসেছিল ওই ম্যাচ। এই ম্যাচে দাবাড়ু গ্যারি কাসপারভের মুখোমুখি হয় আইবিএমের ‘ডিপ ব্লু’ নামের একটি কম্পিউটার। ইতিহাস গড়ে ম্যাচটি জিতে যায় ডিপ ব্লু।