ইতিহাসের এই দিনে: ৪৫ ক্যারেটের হীরা দান করলেন ব্যবসায়ী

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১০ নভেম্বর। চলুন দেখি, বিশ্বে এই দিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

হোপ ডায়মন্ড
ছবি: স্মিথসোনিয়ান ইনস্টিটিউট

হোপ ডায়মন্ডের বাংলা করলে দাঁড়ায় ‘আশার হীরা’। ৪৫ দশমিক ৫২ ক্যারেটের হীরাটি ১৭ শতকে ভারতের একটি খনিতে খুঁজে পাওয়া গিয়েছিল। গাঢ় নীল রঙের কারণে বড় আকারের এই হীরা বিশ্বে পরিচিত। ১৯৫৮ সালের ১০ নভেম্বর মার্কিন রত্ন ব্যবসায়ী হ্যারি উইনস্টন হীরাটি ওয়াশিংটনের স্মিথসোনিয়ান ইনস্টিটিউটে দান করেন।
ক্যাপশন:

আরও পড়ুন

আবিষ্কার হয় উইন্ডস্ক্রিন ওয়াইপার

পানি, তুষার, কুয়াশা থেকে গাড়ির কাচ পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় ওয়াইপার। এটা উইন্ডস্ক্রিন ওয়াইপার নামেও পরিচিত। আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের ম্যারি অ্যান্ডারসন। ১৯০৩ সালের এই দিনে ম্যারি এটার পেটেন্ট পান।

আরও পড়ুন

‘সেসামি স্ট্রিটের’ প্রচার শুরু

শিশুদের জনপ্রিয় একটি টিভি শো ‘সেসামি স্ট্রিট’। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এডুকেশন টেলিভিশন নেটওয়ার্কে এই শো সম্প্রচারিত হয়। ১৯৬৯ সালের ১০ নভেম্বর প্রচার হয়েছিল সেসামি স্ট্রিটের প্রথম পর্ব।

আরও পড়ুন

বিলুপ্ত হয় আফ্রিকার কালো গন্ডার

আফ্রিকান কালো গন্ডার
ফাইল ছবি: রয়টার্স

একসময় আফ্রিকাজুড়ে ছিল কালো গন্ডারের পদচারণ। কালের বিবর্তনে বিলুপ্ত হয়ে যায় প্রাণীটি। ২০১১ সালের এই দিনে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) প্রাণীটিকে বিলুপ্ত ঘোষণা করে।

আরও পড়ুন