বিলাসবহুল গাড়িতে চা বিক্রি

বিলাসবহুল গাড়িতে করে চা বিক্রি করেন মান্নু শর্মা
ছবি: সাচ কা দাওয়া হে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ভিডিও থেকে নেওয়া

সারা দিনের ব্যস্ততার মধ্যে এক কাপ চা পান না করলে অনেকের চলে না। এ তৃষ্ণা মেটাতে রাস্তার মোড়ে মোড়ে দেখা মেলে চায়ের দোকানের—ভারত ও বাংলাদেশে এই চিত্র প্রায় সবখানেই দেখা যায়। এই দুই দেশেই অনেকে ফেরি করেও চা বিক্রি করেন। তবে চা বিক্রিকে নতুন রূপ দিয়েছেন মান্নু শর্মা নামের ভারতীয় এক তরুণ। নিজের বিলাসবহুল গাড়িতে করে রাস্তায় ঘুরে চা বিক্রি করেন তিনি।

মান্নু শর্মার বাড়ি মুম্বাই শহরে। জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডির একটি বিলাসবহুল গাড়ির মালিক তিনি। সাদা রঙের এ গাড়িই তিনি চা বিক্রির কাজে লাগিয়েছেন। তাঁর ব্যবসার নাম দিয়েছেন ‘অন ড্রাইভ টি’। ক্রেতাদের নজর কাড়তে একটি স্লোগানও ঠিক করেছেন—‘বিলাসিতার সঙ্গে ভাবুন, বিলাসিতার সঙ্গে পান করুন।’

মান্নু শর্মার ব্যতিক্রমী এ উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। সাচ কা দাওয়া হে নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এই ভিডিও ৮৮ হাজারের বেশি বার দেখা হয়েছে। লাইক এসেছে সাড়ে ৮ হাজারের বেশি। ভিডিওটির শিরোনামে লেখা, ‘মুম্বাইয়ের লোখন্ডওয়ালার রাস্তার ধারে এক ব্যক্তি অডি গাড়িতে করে চা বিক্রি করছেন।’

ওই ভিডিওতে দেখা যায়, নিজের গাড়িটি নিয়ে লোখন্ডওয়ালার একটি রাস্তার ধারে দাঁড়ান মান্নু শর্মা। এরপর তিনি গাড়ি থেকে ছোট্ট টেবিল, চুলা, হাঁড়িপাতিলসহ নানা সরঞ্জাম বের করে চায়ের দোকান দেন। এ সময় তাঁর দোকানের চা চেখে দেখতে এগিয়ে আসেন আশপাশের অনেকেই।

এদিকে রাস্তার লোকজন যেমন উৎসাহ নিয়ে মান্নু শর্মার চা খাচ্ছেন, তেমনি সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন অনেকে। একজন যেমন ওই ভিডিওতে মন্তব্য করেছেন, ‘সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক ভাই। আমি আপনার চা খেয়ে দেখেছি।’ আরেকজন বলেছেন, ‘কোনো ব্যবসাই ছোট ব্যবসা নয়। আমি আপনার পরিশ্রমের সম্মান করি।’

অনেকে আবার মান্নু শর্মাকে নিয়ে মজা করতে ভোলেননি। এমনই একজন বলেছেন, ‘চা বিক্রি করে হয়তো আপনার গাড়ির পেট্রলের খরচাটা উঠে আসবে।’ আরেকজন বলেছেন, ‘তিনি হয়তো ঋণ করে গাড়িটি কিনেছেন। এখন চা বিক্রি করে ঋণের অর্থ পরিশোধ করছেন।’