প্রাসাদে ঢুকে রানির শোয়ার ঘরের দিকে গিয়েছিলেন একজন

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের, তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৯ জুলাই। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

রানি দ্বিতীয় এলিজাবেথ
ফাইল ছবি: এএফপি

বাকিংহাম প্যালেস—ব্রিটিশ রাজপরিবারের সরকারি আবাসস্থল। কড়া নিরাপত্তাব্যবস্থা রয়েছে এই প্রাসাদ ঘিরে। চাইলেই যে কেউ এই প্রাসাদে প্রবেশ করতে পারেন না। রাজা-রানি কিংবা রাজপরিবারের সদস্যদের কাছে ঘেঁষতে পারেন না।

কিন্তু কড়া নিরাপত্তাব্যবস্থা ভেঙে বাকিংহাম প্রাসাদে ঢুকে পড়েছিলেন মাইকেল জে ফগান। ফগান শুধু প্রাসাদে ঢুকে পড়ে ক্ষান্ত হননি, রানি দ্বিতীয় এলিজাবেথের শয়নকক্ষের দিকে চলে গিয়েছিলেন। অবাক করা এই ঘটনা ঘটেছিল ১৯৮২ সালের ৯ জুলাই, তবে শেষ রক্ষা হয়নি, দ্রুত ফগানকে আটক করেন নিরাপত্তারক্ষীরা। পরে বিচারের মুখোমুখি হতে হয় তাঁকে।

মেগাসুনামি: ৫২৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস

ঘটনাটি যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে। ১৯৫৮ সালের এই দিনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো এলাকা। দেখা দেয় সুনামি। প্রায় ৫২৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস হয় সেদিন। ইতিহাসে এটা ‘মেগাসুনামি’ নামে পরিচিত।

উইম্বলডনের প্রথম আসর বসে

টেনিসের ঐতিহ্যবাহী ও সম্মানজনক প্রতিযোগিতামূলক আসর উইম্বলডন। ১৮৭৭ সালের এই দিনে যুক্তরাজ্যে প্রথমবার উইম্বলডনের আসর বসে। ১০ দিনের প্রতিযোগিতা শেষে বিজয়ী হন ব্রিটিশ টেনিস খেলোয়াড় স্পেনসার গোর। ২১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি প্রথম উইম্বলডন জিতে নেন।

টম হ্যাংকসের জন্মদিন

ক্যাপশন: অভিনেতা ও পরিচালক টম হ্যাংকস
ফাইল ছবি: রয়টার্স

মার্কিন অভিনেতা ও পরিচালক টম হ্যাংকসের জন্মদিন আজ। ১৯৫৬ সালের ৯ জুলাই যুক্তরাষ্ট্রে জন্মেছিলেন তিনি। হলিউডে ৯০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন তুমুল দর্শকপ্রিয়তা।