একই নম্বরে লটারি জয়ে হ্যাটট্রিক

১১ মাসে একই নম্বরে তিনবার লটারি জিতেছেন এক ব্যক্তি
ছবি: টুইটার থেকে

লটারি–ভাগ্য সবার সুপ্রসন্ন হয় না। তবে কারও কারও লটারি–ভাগ্যের কথা শুনে চমকে উঠতে হয়! যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের চার্লস কাউন্টির ৫২ বছর বয়সী এক ব্যক্তি যেমন এক বছরে তিনবার লটারি জিতে সংবাদমাধ্যমের শিরোনামে এসেছেন। এখানেই শেষ নয়, তিনি তিনবারই লটারি জিতেছেন একই নম্বরের টিকিটে। সর্বশেষ তিনি ১৩ এপ্রিল ৫০ হাজার মার্কিন ডলারের লটারি জিতেছেন।

লটারির আয়োজক সংস্থা মেরিল্যান্ড লটারির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গত বছরের মে মাসে তিনি সর্বশেষ দুটি ৫০ হাজার মার্কিন ডলারের লটারি জিতেছিলেন। অর্থাৎ ১১ মাসের মধ্যেই তিনি তিনবার লটারি জিতেছেন।

মেরিল্যান্ড লটারির পক্ষ থেকে বলা হয়, তাদের ‘পিক ৫’ নামের একটি লটারি খেলায় টিকিট কাটেন ওই ব্যক্তি। তিনবারই তিনি ‘৪৮৫৪৮’ নম্বর বেছে নেন। তিনবারই ওই নম্বরেই পুরস্কার পান তিনি। তাঁর লটারি জেতার এ খবর দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে। তবে লটারি জেতার এই ‘হ্যাটট্রিক’ নিয়ে অনেকের মধ্যেই কৌতূহলের সৃষ্টি হয়েছে। লটারি জেতার ‘রহস্য’ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ওই ব্যক্তি বলেন, তিনি ও তাঁর স্ত্রীর কাছে ব্যক্তিগতভাবে গুরুত্ব বহন করে, এমন সংখ্যার একটি সেট তিনি বেছে নিয়েছিলেন। সেই সংখ্যাই তাঁদের ভাগ্য খুলে দিয়েছে।

ওই ব্যক্তি বলেন, ‘গত বছর জিতেছিলাম। আবারও আমি লটারি জিতলাম। আমার স্ত্রী বলেছিল, চলো আবার এই নম্বরেই লটারি খেলি। তার কথা শুনে লটারি খেলার পর আবার আমরা জিতেছি।’

আবারও ওই নম্বরে লটারি খেলবেন উল্লেখ করে ওই ব্যক্তি বলেন, লটারি জেতার অর্থে স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবেন তিনি। তাঁদের ছুটি কাটাতে যাওয়া ভীষণ প্রয়োজন।

মেরিল্যান্ড লটারির ওয়েবসাইট বলছে, মেরিল্যান্ড লটারির ‘পিক ৫’ গেমে ৫০ হাজার ডলার পুরস্কার জেতার সুযোগ এক লাখের মধ্যে একজনের।