রাশিয়ার ১৪টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের

গত সেপ্টেম্বর থেকে ইউক্রেন যুদ্ধে এই ড্রোনের ব্যবহার শুরু করে রাশিয়া
ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী গতকাল সোমবার রাতভর পাল্টা হামলা চালিয়ে রাশিয়ার ১৪টি শাহেদ ড্রোন ধ্বংস করেছে বলে দাবি দেশটির সেনাবাহিনীর। এসব ড্রোন ইরানের তৈরি।

ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ড মেসেজিং অ্যাপ টেলিগ্রামকে এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের আকাশে মোট ১৭টি ড্রোন হামলা রেকর্ড করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো আজভ সাগরের পূর্ব উপকূল থেকে ছোড়া হয়েছে।

ইউক্রেনের সাউথ মিলিটার কমান্ড বলে, ইউক্রেনের ওডেসা অঞ্চলে ১৩টি ড্রোন ধ্বংস করা হয়েছে। কিন্তু একটি ড্রোন ব্যবসাপ্রতিষ্ঠানে আঘাত হানে। এতে আগুন ধরে যায়, যা সকালের মধ্যেই নেভানো গেছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রাথমিক তথ্যমতে এ হামলায় কোনো মানুষের হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোনটি কামিকাজে নামে পরিচিত। গত সেপ্টেম্বর ইউক্রেন যুদ্ধে এই ড্রোনের ব্যবহার শুরু করে রাশিয়া। এসব ড্রোনকে ছোট একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের সঙ্গে তুলনা করা হয়। সর্বোচ্চ ৫০ কিলোগ্রাম (কেজি) বিস্ফোরক বহনে সক্ষম এই ড্রোন সীমিত পর্যায়ের ধ্বংসযজ্ঞ চালাতে পারে। বিস্ফোরকবোঝাই এসব ড্রোন হামলা চালানোর সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। আঘাত হানার আগে এগুলো লক্ষ্যবস্তুর ওপর ঘোরাফেরা করে। রাডারে এসব ড্রোনের উপস্থিতি শনাক্ত করা বেশ কঠিন।