ইন্টারনেটের ধীরগতির ক্ষোভ থেকে ক্যাফেতে আগুন, ৭ বছরের জেল

অপটিক্যাল ফাইবারের একটি বক্সে আগুন দেওয়ায় এমন শাস্তি পেয়েছেন ওই ব্যক্তি

ঘটনা গত বছরের জুনের। চীনের গুয়াংজি প্রদেশের দক্ষিণাঞ্চলে একটি ইন্টারনেট ক্যাফেতে ঢোকেন এক ব্যক্তি। কিন্তু ইন্টারনেটের কাঙ্ক্ষিত গতি না পেয়ে ক্ষুব্ধ হন তিনি। এ ক্ষোভ থেকে আগুন লাগিয়ে দেন ক্যাফেতে। পরে তাঁর নামে অগ্নিসংযোগের মামলা হয়। গত সোমবার ওই ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার গুয়াংজির একটি আদালত বিবৃতি দিয়ে বলেছেন, ‘অপটিক্যাল ফাইবারের একটি বক্সে আগুন দেওয়ায় ল্যাম নামের ওই ব্যক্তিকে এই দণ্ড দেওয়া হয়েছে।

আদালত বলেছেন, ‘লোকটি একটি লাইটার ব্যবহার করে তাঁর গায়ে থাকা ন্যাপকিনে আগুন ধরানোর পর তা দিয়ে ট্রাফিক মোড়ের একটি বক্স পুড়িয়ে দিয়েছেন।’

ওই আগুন একটি সরকারি হাসপাতালসহ প্রায় ৪০০ বাড়ি ও অফিসে ছড়িয়ে পড়ে। এতে ২৮-৫০ ঘণ্টা পর্যন্ত ওই এলাকার ইন্টারনেট–সংযোগ বিচ্ছিন্ন ছিল। গুয়াংজির ছোট পাহাড়ি শহর চেনজির আদালত আরও বলেছেন, ‘ওই ঘটনার পর জননিরাপত্তা কর্মকর্তারা ল্যানকে আটক ও তাঁর কাছ থেকে লাইটার জব্দ করেন।’

ওই ঘটনা চীনে ইন্টারনেটে ব্যাপক উপহাসের জন্ম দেয়। এক উইবো (চীনা সামাজিক যোগাযোগমাধ্যম) ব্যবহারকারী লোকটির এমন আচরণ দেখে তাঁকে ‘বড় শিশু’ বলে অভিহিত করেন।

অবশেষে স্থানীয় একটি আদালত অগ্নিসংযোগের মাধ্যমে সরকারি সম্পত্তি ধ্বংসের অপরাধে ল্যামকে সাত বছরের কারাদণ্ড দিলেন।