একের পর এক ছুরিকাঘাত, প্রাণ গেল ৭ জনের

ছুরিকাঘাত
প্রতীকী

চীনের লিয়াওনিং প্রদেশে ছুরি নিয়ে হামলায় সাতজন নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটেছে। চীনের স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এ ঘটনায় কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। আর সাতজন আহত হয়েছেন। লিয়াওনিং প্রদেশের কাইয়ুয়ান নামের একটি ছোট শহরে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেপ্তার করেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছে। তবে এ হামলা চালানোর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, সন্দেহভাজন হামলাকারী একের পর এক ব্যক্তির ওপর ছুরিকাঘাত করছিলেন। লিউ নামের ওই প্রত্যক্ষদর্শী নারী বলেন, আজ স্কুল বন্ধ থাকায় রক্ষা পাওয়া গেছে। না হলে এ হামলার শিকার হতো আরও অনেককে। সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল আটটায় এ হামলা চালানো হয়।

চীনের সহিংস ঘটনা ঘটার উদাহরণ বিরল। তবে সাম্প্রতিক বছরগুলোতে ছুরি নিয়ে হামলার বিচ্ছিন্ন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারীর মুখোমুখি হতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হন। হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।