বিশ্বজুড়ে চীনের বিপুল কর্মযজ্ঞের পাল্টায় বড় ধরনের বিনিয়োগ পরিকল্পনা নিয়েছেন জি–৭ ভুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, জাপান, কানাডা ও ইতালির নেতারা।

বিশ্লেষকেরা বলছেন, চীনের উত্থানের বিপরীতে এখনই পশ্চিমা শক্তিগুলোকে সক্রিয় করতে উঠেপড়ে লেগেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

জি–৭ সম্মেলনে এই দেশগুলোর পক্ষ থেকে আগামী বছর নাগাদ দরিদ্র দেশগুলোকে ১০০ কোটি ডোজ করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য ১০০ বিলিয়ন ডলারের তহবিল জোগাড়ের অঙ্গীকার করেছেন জি–৭ নেতারা।

সম্মেলন শেষ হওয়ার আগে রোববার চীনের লন্ডন দূতাবাসের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘একটি ক্ষুদ্র গ্রুপের বৈশ্বিক সিদ্ধান্তগুলো নেওয়ার দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। আমরা সব সময় বিশ্বাস করি, দেশ সে বড় বা ছোট হোক, শক্তিশালী বা দুর্বল, ধনী বা দরিদ্র—সবাই সমান এবং বৈশ্বিক বিষয়গুলো সব দেশের সঙ্গে আলোচনার ভিত্তিতেই ঠিক করা উচিত।’