যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চান সি
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থিতিশীল দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে চান তিনি। এ জন্য মার্কিন প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করবে তাঁর দেশ।
চীন-মার্কিন কূটনৈতিক সম্পর্কের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজ সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বার্তা বিনিময় করেছেন সি চিন পিং।
চীনের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যম সিসিটিভি বলছে, ওই বার্তায় সি চিন পিং যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক এগিয়ে নিতে কাজ করার আগ্রহের কথা জানান।
এর আগে গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন সি চিন পিং। ওই সময় দ্বিপক্ষীয় প্রতিযোগিতা যাতে সংঘাতে রূপ না পায়, সে জন্য যোগাযোগের মাধ্যম চালু রাখার কথা বলেন দুই নেতা।
এখন কূটনৈতিক সম্পর্কের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর বার্তায় সি চিন পিং বলেন, চীন-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের স্থিতিশীল, স্বাস্থ্যকর ও টেকসই উন্নয়নে দুই পক্ষেরই বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া দরকার।
সিসিটিভি বলছে, নিজের প্রত্যাশার কথা জানিয়ে সি চিন পিং জোর দিয়ে বলেন, ‘চীন-মার্কিন দ্বিপক্ষীয় সম্পর্ক সঠিক পথে রাখতে দুই দেশ ও জনগণের উপকার করতে, সেই সঙ্গে বিশ্বশান্তি ও উন্নয়ন এগিয়ে নিতে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কাজ করতে আগ্রহী।’