সাংহাইয়ে ১০০ বছরের মধ্যে মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা আজ

সাংহাইয়ে তীব্র গরমের মধ্যে ছাতা মাথায় হেঁটে যাচ্ছেন দুই তরুণী। আরেক তরুণী কপালে হাত রেখে রোদ থেকে চোখকে আরাম দেওয়ার চেষ্টা করছে
ছবি: এএফপি

চীনের সবচেয়ে বড় শহর সাংহাইয়ে গত ১০০ বছরের মধ্যে মে মাসে আজ সোমবার সবচেয়ে বেশি গরম অনুভূত হয়েছে। শহরের আবহাওয়া অফিস জানিয়েছে, আজকের তাপমাত্রা আগের রেকর্ড ছাপিয়ে গেছে।

আবহাওয়া অফিস তাদের উইবো অ্যাকউন্টে এক পোস্টে জানিয়েছে, বেলা ১টা ৯ মিনিটে জিয়াহুই স্টেশনে ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা গত ১০০ বছরের মধ্যে মে মাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডকে ছাপিয়ে গেছে।

বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা আবহাওয়াকে আরও বেশি প্রতিকূল করে তুলছে। জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘের ইন্টারগভর্নমেন্টাল প্যানেলের প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধির প্রতিটি ঘটনা চলমান সংকটকে আরও তীব্র করবে।

আবহাওয়া অফিস জানায়, শেষ বিকেলের মধ্যে সাংহাইয়ে অবস্থিত মেট্রো স্টেশন এলাকার তাপমাত্রা আরও বেড়ে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

প্রচণ্ড রোদের মধ্যে সূর্যের আলো থেকে সুরক্ষা পাওয়া যাবে এমন পোশাক পরে এক নারী সাইকেল চালাচ্ছেন। সাংহাই
ছবি: এএফপি

আবহাওয়া অফিসের তথ্যমতে, এর আগে ১৮৭৬, ১৯০৩, ১৯১৫ ও ২০১৮ সালে সাংহাইয়ে তাপমাত্রা সর্বোচ্চ ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

চলতি মাসে জাতিসংঘের আবহাওয়াবিষয়ক সংস্থা ডব্লিউএমও সতর্কবার্তা দিয়ে বলেছে, আগামী পাঁচ বছর এযাবৎকালের সবচেয়ে উষ্ণ সময় পার করতে পারে বিশ্ব। গ্রিন হাউস গ্যাস ও এল নিনো (উষ্ণ সামুদ্রিক স্রোত) এক হয়ে তাপমাত্রা বাড়াচ্ছে।

ডব্লিউএমও বলেছে, ‘আগামী পাঁচ বছরের মধ্যে কমপক্ষে একটি বছর এবং সব মিলিয়ে এই পাঁচ বছর সময়কাল সবচেয়ে উষ্ণ হবে।’ সংস্থাটি বলেছে, ২০২৩-২০২৭ সালের মধ্যে অন্তত একটি বছরে বিশ্বের ভূপৃষ্ঠের বার্ষিক তাপমাত্রা শিল্পায়নপূর্ব সময়ের চেয়ে দেড় ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে।