বেইজিংয়ের ‘এক চীন’ নীতি অনুযায়ী, কোনো দেশ চীন ও তাইওয়ান উভয়ের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে পারে না।

হন্ডুরাসসহ বিশ্বের মাত্র ১৪টি দেশ আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বীকৃতি দেয়।

হন্ডুরাস সরকার ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে তাইপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি।

তবে হন্ডুরাসের ঘোষণায় আজ বুধবার তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

তাইওয়ান নিজেকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। তাইওয়ানের নিজস্ব সংবিধান ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা রয়েছে। তাইওয়ানের বেশির ভাগ বাসিন্দা নিজেদের তাইওয়ানি হিসেবে পরিচয় দেয়। অপর দিকে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে চীন। তাই তারা তাইওয়ানের নিয়ন্ত্রণ নিতে চায়।