চীনের সঙ্গে ‘গঠনমূলক কাজ’ করতে চায় অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ
ফাইল ছবি: রয়টার্স

চীনের সঙ্গে ‘গঠনমূলকভাবে কাজ’ করার প্রতিশ্রুতি দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। আজ রোববার চীনের সাংহাই শহরে ‘চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো’–এর (সিআইআইএ) উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

চীনে চার দিনের সফরে গিয়েছেন আলবানিজ। এ সময়ে তিনি রাজধানী বেইজিং ও সাংহাইয়ে থাকবেন। গত সাত বছরের মধ্যে দেশটিতে এই প্রথম অস্ট্রেলিয়ার কোনো প্রধানমন্ত্রী সফরে গেলেন। দুই দেশই নিজেদের মধ্যে দীর্ঘদিনের শীতল সম্পর্ক উষ্ণ করতে চাইছে।

চীন অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক অংশীদার। সিআইআইএর উদ্বোধনী অনুষ্ঠানে আলবানিজ বলেন, ‘দুই দেশের মধ্যে গঠনমূলক অর্থনৈতিক সম্পৃক্ততা সম্পর্ক উন্নয়নে সহায়তা করে। এ কারণেই আমার নেতৃত্বাধীন সরকার চীনের সঙ্গে গঠনমূলকভাবে কাজ চালিয়ে যাবে।’

চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার চেষ্টার বিপরীতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশটির ক্রমবর্ধমান প্রভাবের বিরুদ্ধেও তৎপর অস্ট্রেলিয়া সরকার। আজ প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, ‘এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরিস্থিতির উন্নতির ভিত্তিতেই আমরা ভবিষ্যৎ নির্ধারণ করব। আর এসবের মূল একটি অংশ হলো চীনের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক।’

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন আলবানিজ। এ সময় দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে মতবিনিময় হবে। এ ছাড়া অভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন বলেছেন, ‘চীন ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক দুই দেশ ও জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ।’