চীনে রেস্তোরাঁয় রান্নার গ্যাস থেকে বিস্ফোরণ, প্রাণ গেল ৩১ জনের
চীনের একটি রেস্তোরাঁয় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বিস্ফোরণে অন্তত ৩১ জনের প্রাণ গেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইনচুয়ান শহরে গতকাল বুধবার স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমিটিকে উদ্ধৃত করে জানায়, ফুয়াং বারবিকিউ রেস্তোরাঁয় এলপিজির ছিদ্র থেকে বিস্ফোরণ ঘটেছে।
আহত সাতজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানায় সিনহুয়া। এ ছাড়া দুজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন, দুজনের শরীরের সামান্য অংশ পুড়েছে এবং বাকি দুজনের শরীর বিস্ফোরণে উড়ে আসা কাচে কেটে গেছে।
রাষ্ট্রায়ত্ত সিসিটিভির একটি ফুটেজে দেখা গেছে, রেস্তোরাঁ থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। কাচসহ বিভিন্ন জিনিসপত্রের ভাঙা টুকরা চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আহত ব্যক্তিদের সুচিকিৎসার সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।