তাইওয়ান প্রণালিতে চীনের বিমানবাহী রণতরি

২০১৯ সালে চীনের সামরিক বাহিনীতে যোগ দেয় বিমানবাহী রণতরি শানদং
ছবি: রয়টার্স

চীনের বিমানবাহী রণতরি শানদংকে দেখা গেল তাইওয়ান প্রণালিতে। শনিবার শানদং তাইওয়ান প্রণালি পাড়ি দেয়। এ সময় এর সঙ্গে ছিল আরও দুটি জাহাজ। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ এ তথ্য জানায়।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ২০১৯ সালে চীনের সামরিক বাহিনীতে যোগ দেওয়া বিমানবাহী রণতরি শানদং শনিবার দুপুরের দিকে তাইওয়ান প্রণালি হয়ে উত্তর দিকে যাচ্ছিল। এ সময় এটি দুই দেশের মধ্যবর্তী সীমারেখায় ছিল।

দুটি জাহাজ নিয়ে চীনের বিমানবাহী রণতরির তাইওয়ান প্রণালি পাড়ি দেওয়া বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয় জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা যথোপযুক্ত প্রতিক্রিয়া জানিয়েছে।

বিষয়টি নিয়ে জানতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। চীনের সশস্ত্র বাহিনীর সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলেও এর কোনো উল্লেখ করা হয়নি।

গত মাসে তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়ায়ও অংশ নিয়েছিল বিমানবাহী রণতরি শানদং।

এর আগে গত বছরের মার্চে চীন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে কথপোকথনের কয়েক ঘণ্টা আগে তাইওয়ান প্রণালি পাড়ি দিয়েছিল শানদং।

সাম্প্রতিক সময়ে তাইওয়ান ঘিরে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। এ নিয়ে আপত্তিও জানিয়ে আসছে স্বশাসিত দ্বীপ তাইওয়ান। যদিও তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ মনে করে বেইজিং।