রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা থাকার বিষয়ে কিছু জানা নেই: চীন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ানফাইল ছবি: রয়টার্স

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা থাকার বিষয়ে তারা কিছু জানে না।

আজ বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা বলেছে। এর আগে যুক্তরাষ্ট্র বলেছে, উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় তিন হাজার সেনা পাঠানোর প্রমাণ তাদের নজরে এসেছে। এসব সেনা সম্ভবত ইউক্রেনে মোতায়েন করা হবে।

রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা আছে কি না, সে বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়। জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, এ বিষয়ে বেইজিং অবগত নয়।

মুখপাত্র আরও বলেন, ইউক্রেন সংকটে চীনের অবস্থান স্পষ্ট। তাঁরা আশা করেন, সব পক্ষ উত্তেজনা কমাতে কাজ করবে। সব পক্ষ একটি রাজনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ হবে।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কারবি বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, অন্তত ৩ হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ার পূর্বাঞ্চলের তিনটি সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ নিচ্ছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। চলমান এই যুদ্ধে উভয় পক্ষে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।