বেইজিংয়ে ৭০ বছর পর রেকর্ড ঠান্ডা

পার্ক থেকে বরফ সরাচ্ছেন এক পরিচ্ছন্নতাকর্মীছবি: রয়টার্স

সাত দশক পর হিমাঙ্কের নিচে তাপমাত্রা রেকর্ড করেছে চীনের রাজধানী বেইজিং। ১৯৫১ সালের পর শহরটিতে এত ঠান্ডা পড়েনি।

চীনজুড়ে শৈত্যপ্রবাহ চলছে। উত্তর ও উত্তর–পূর্ব চীনের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে কিছু জায়গায় তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।

রাজধানী বেইজিং নতুন রেকর্ড করে ফেলেছে। ১১ ডিসেম্বর থেকে বেইজিংয়ে ৩০০ ঘণ্টা ধরে তাপমাত্রা ছিল হিমাঙ্কের নিচে। রাষ্ট্রায়ত্ত বেইজিং টুডে সংবাদপত্রের রিপোর্টে এই তথ্য দেওয়া হয়েছে। তবে সোমবার বেইজিংয়ে দিনের তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি ও রাতে মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস।

চীনের আবহাওয়া অফিস দেশের ৭৮টি আবহাওয়া কেন্দ্র থেকে প্রতিবেদন নিয়ে জানিয়েছে, এ বছর রেকর্ড ঠান্ডা পড়েছে। গোটা চীনকে ধরলে ১৯৬১ সালের পর থেকে এত ঠান্ডা আর পড়েনি।

হিটিং সিস্টেমে চাপ

বেইজিংয়ের দক্ষিণ–পশ্চিমে হেনান প্রদেশের বিভিন্ন শহরে হিটিং (উষ্ণকরণ) ব্যবস্থা ভেঙে পড়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, জিয়াওজাউতে বয়লার বিকল হয়ে পড়েছে। ২৬ ডিসেম্বরের মধ্যে তা ঠিক করার চেষ্টা চলছে। এই এলাকায় মোট কতগুলো বয়লার খারাপ হয়েছে তা অবশ্য জানানো হয়নি।

হেনানের দুটি শহরে সরকারি অফিস ও প্রশাসনিক ভবনে হিট সাপ্লাই (উষ্ণ সরবরাহ) বন্ধ করে দেওয়া হয়েছে। শহরের সব বাসিন্দার বাড়িতে যাতে হিটিং ব্যবস্থা  চালু থাকে, সে জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বেইজিংয়ের কিছু এলাকায় পাইপ ফুটো হয়ে গরম ধোঁয়া ওপরে উঠতে দেখা গেছে।

অপর দিকে বরফ পড়ে উত্তর চীনে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। স্কুল–কলেজও বন্ধ। তবে সোমবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়ায় মানুষ কিছুটা স্বস্তি পেয়েছেন।