টানা তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত সি

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংছবি: এএফপি

টানা তৃতীয় মেয়াদের জন্য চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সি চিন পিং। আজ শুক্রবার দেশটির পার্লামেন্ট সর্বসম্মতভাবে তাঁকে প্রেসিডেন্ট নির্বাচিত করে।

সির তৃতীয় দফায় চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার বিষয়টিকে ঐতিহাসিক হিসেবে অভিহিত করা হচ্ছে। এর মধ্য দিয়ে তিনি চীনে কয়েক প্রজন্মের মধ্যে সবচেয়ে প্রভাবশালী নেতা হলেন।

গত বছরের অক্টোবরে দেশটির ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) প্রধান হন সি। তখন তিনি আরও পাঁচ বছরের জন্য দলের সাধারণ সম্পাদকের পদ পান। ফলে তিনি যে আরেক দফায় পাঁচ বছরের জন্য চীনের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, তা অনেকটাই অনুমিত ছিল। এখন চীনের ‘রাবার-স্ট্যাম্প’ পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে তাঁকে প্রেসিডেন্ট নির্বাচিত করল।

ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) নামে পরিচিত চীনা পার্লামেন্টে আজ প্রায় আধা ঘণ্টা ধরে ভোটাভুটি হয়। ইলেকট্রনিক পদ্ধতিতে মাত্র ১৫ মিনিটে ভোট গণনা শেষ হয়।

ভোটে এনপিসির প্রায় তিন হাজার প্রতিনিধি সর্বসম্মতিক্রমে ৬৯ বছর বয়সী সিকে প্রেসিডেন্ট নির্বাচিত করেন। তবে সির কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না।

একই সঙ্গে সিকে চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের প্রধান হিসেবে পুনরায় নির্বাচিত করেছে এনপিসি।

চীনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে লি কিয়াংকে এনপিসি নিয়োগ দিতে যাচ্ছে। তিনি সির অনুগত হিসেবে পরিচিত।