যুদ্ধ বন্ধের ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে মস্কো যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
ছবি: এএফপি

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের বছর পূর্তির আগে মস্কো সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইউক্রেন যুদ্ধ নিয়ে সম্ভাব্য একটি ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে রুশ নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। এ বিষয়ে আলোচনা করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তাঁর।

ওয়াং ইর মস্কো সফরের বিষয়টি নিশ্চিত করেছে রুশ সংবাদমাধ্যম কোমমেরসান্ত। সংবাদমাধ্যমটি বলেছে, চীন ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য ‘রাজনৈতিক সমঝোতা’ বিষয়ে নিজেদের অবস্থানের রূপরেখা তৈরি করছে। ওয়াং ইর মস্কো সফরের মূল্য উদ্দেশ্যও ইউক্রেনে ‘রাজনৈতিক সমঝোতা’ নিয়ে বেইজিংয়ের ভূমিকা বাড়ানো।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য মস্কো সফরের বিষয়টি এর আগে নিশ্চিত করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তবে সফরের নির্দিষ্ট দিনক্ষণ সম্পর্কে কিছুই জানাননি তিনি। পেসকভ বলেন, ‘ওয়াংয়ের সঙ্গে প্রেসিডেন্টের (পুতিন) বৈঠক হতে পারে। আলোচসূচি সবারই জানা। বৈঠকে বেশ কিছু বিষয়ে আলোচনা হবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক একটি কূটনৈতিক সূত্র সোমবার রয়টার্সকে জানায়, ইউক্রেনে যুদ্ধ অবসানে রাজনৈতিক সমঝোতার বিষয়ে চীন কী ভাবছে সেটা রুশ নেতাদের জানাবেন ওয়াং ই। একই সঙ্গে তাঁর এ সফরে দ্বিপক্ষীয় বিষয়েও আলোচনা হবে।

গত সপ্তাহে চীনের পররাষ্ট্রমন্ত্রীও বিষয়টি নিয়ে কথা বলেন। ওয়াং ই বলেন, ইউক্রেন সংকট সমাধানে রাজনৈতিক সমঝোতার বিষয়ে চীনের অবস্থান কী, সেটা তুলে ধরবে বেইজিং। ইউক্রেন যুদ্ধে বেইজিংয়ের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি আরও বলেন, বেইজিং সব সময় শান্তি ও নিরাপত্তার পক্ষেই থাকবে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের বিষয়ে রাজনৈতিক সমঝোতার প্রস্তাব নিয়ে এমন সময়ে মস্কো যাচ্ছেন, যখন কিয়েভের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কে উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্রের আকাশে চীনের গোয়েন্দা বেলুন নিয়ে শুরু হওয়া উত্তেজনায় ঘি ঢেলেছে যুক্তরাষ্ট্র ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য।

গত রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দাবি করেন, চীন ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। চীনের কোম্পানিগুলো ইতিমধ্যে রাশিয়াকে প্রাণঘাতী নয়, এমন অস্ত্র সরবরাহ করছে দাবি করে ব্লিঙ্কেন বলেন, বেইজিং মস্কোকে প্রাণঘাতী অস্ত্রও সরবরাহ করতে পারে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন অভিযোগ অস্বীকার করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন বলেন, ‘চীন নয়, বরং যুক্তরাষ্ট্র অবিরতভাবে ইউক্রেনের কাছে অস্ত্র সরবরাহ করছে। অন্যকে দোষারোপ ও গুজব ছড়ানো বাদ দিয়ে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে কাজ করতে আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি।’

এর আগে গত শনিবার জার্মানির মিউনিখে বিশ্বনিরাপত্তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক নিয়মনীতি লঙ্ঘনের অভিযোগ তুলে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, বেলুন নিয়ে ওয়াশিংটন ‘বিকারগ্রস্তের’ মতো আচরণ করছে। এ ছাড়া কীভাবে যুদ্ধ বন্ধ করা যায় ইউরোপকে এ নিয়ে ‘ঠান্ডা মাথায়’ ভাবতে বলেন তিনি।