চীন পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে কেন

চীনের পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনীর একটি পারমাণবিক শক্তিসম্পন্ন টাইপ ০৯৪এ জিন-ক্লাস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন। একটি সামরিক প্রদর্শনীর সময় দক্ষিণ চীন সাগরে চলাচল করছে, ১২ এপ্রিল ২০১৮ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা বলছেন, চীন দ্রুত পারমাণবিক অস্ত্র বাড়াচ্ছে। জেনারেল অ্যান্থনি কটন কংগ্রেসকে জানান, তাইওয়ান দখলে ২০২৭ সালের মধ্যে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে সি চিন পিং নির্দেশ দিয়েছেন। বেইজিং 'প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার নয়' নীতি অনুসরণ করলেও পেন্টাগন মনে করে, কমিউনিস্ট সরকারের টিকে থাকা হুমকির মুখে পড়লে তারা প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে।