হোটেলকক্ষে খাবার পৌঁছে দিচ্ছে রোবট
অত্যাধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তির জন্য চীনের বেশ সুনাম রয়েছে। সেই পথ ধরে এবার চীনের একটি হোটেল রোবটের মাধ্যমে সেখানে থাকতে আসা মানুষকে সেবা দিচ্ছে। ইন্টারনেট–দুনিয়ায় এই সেবা নিয়ে বেশ হইচই পড়ে গেছে।
ক্যান অ্যাব্রড নামের এক পর্যটক চীনের সাংহাইয়ে একটি হোটেলে উঠেছিলেন। সেখানে রোবটের মাধ্যমে তাঁর কক্ষে খাবার পৌঁছে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দিয়েছেন। এতে তিনি নিজের অভিজ্ঞতাও বর্ণনা করেছেন।
ভিডিওর শুরুতে অ্যাব্রডকে বলতে শোনা যায় ‘ওকে’, হোটেলকক্ষের ফোন বাজছে। এর অর্থ হচ্ছে, রোবট এখানে চলে এসেছে। চীনা ভাষায় রোবট কথা বলছে। সে কী বলছে, সেটা বোঝা যাচ্ছে না। তবে দেখা যাক, সে এখানে এসেছে কি না।
এরপরই অ্যাব্রড হোটেলকক্ষের দরজা খুলে দেখেন, দরজার সামনে একটি রোবট দাঁড়িয়ে আছে। রোবট মেশিনে তিনি যখন ‘ওপেন’ বাটনে চাপ দেন, তখন রোবটের ছোট্ট দরজাটি খুলে গেল। সেখানে এই পর্যটক তাঁর খাবার দেখতে পেলেন।
অ্যাব্রড রোবট থেকে খাবারটি নিয়ে আবার বাটনটিতে চাপ দিলে দরজা বন্ধ হয়ে যায়। এরপর রোবট চলে গেল। অ্যাব্রড না বলে পারলেন না, ‘দারুণ, খাবার পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ।’
ইনস্টাগ্রামে দেওয়া ভিডিওর ক্যাপশনে অ্যাব্রড লিখেছেন, ‘চীনে রোবটের মাধ্যমে খাবার সরবরাহ। চীনে হোটেলকক্ষে রোবট আমার খাবার পৌঁছে দিল। আপনি কী ভাবছেন? আপনিও কি রোবটের মাধ্যমে আপনার খাবার পেতে চান?’
ভিডিও দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী একজন মন্তব্য করেন, ‘২০৫০ সালে জীবন কেমন হবে, এই রোবট সেই অনুভূতি দিচ্ছে।’
আরেকজন মন্তব্য করেন, ‘গ্রাহকদের জন্য বেশ সুবিধাই হলো।’ তৃতীয় আরেকজনের মন্তব্য, ‘চীনে এই দৃশ্য এখন সচরাচর দেখা যায়। ভ্রমণ উপভোগ করুন।’