সি চিন পিং আগামী সপ্তাহে রাশিয়া সফর করবেন

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ফাইল ছবি: রয়টার্স

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আগামী সপ্তাহে রাশিয়া সফর করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেছে।

প্রায় চার বছরের মধ্যে এই প্রথম রাশিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট। তিনি ২০১৯ সালে সবশেষ রাশিয়া সফর করেছিলেন।

সির আসন্ন রাশিয়া সফর নিয়ে আজ একটি বিবৃতি দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে চীনা প্রেসিডেন্ট সি ২০ থেকে ২২ মার্চ রাশিয়া সফর করবেন।

মস্কো সফরকালে পুতিনের সঙ্গে বৈঠক করবেন সি। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, এই বৈঠকের উদ্দেশ্য হবে দ্বিপক্ষীয় আস্থা আরও গভীর করা।

সির সফর নিয়ে ক্রেমলিনও বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, পুতিন ও সি তাঁদের মধ্যকার বৈঠকে ‘কৌশলগত সহযোগিতা’ নিয়ে কথা বলবেন।

ক্রেমলিন বলেছে, রাশিয়া-চীনের মধ্যকার সামগ্রিক অংশীদারত্ব ও কৌশলগত সহযোগিতাকে আরও গভীর করার বিষয়ে দুই নেতা আলোচনা করবেন। তাঁরা আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। সির সফরে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ নথিতে সই হবে।

গত বছরের ৪ ফেব্রুয়ারি বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পুতিন। সে সময় সির সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল। পুতিনের নির্দেশে গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। ইতিমধ্যে এই যুদ্ধের এক বছর পেরিয়ে গেছে।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর গত সেপ্টেম্বরে উজবেকিস্তানে অনুষ্ঠিত একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে দুই নেতা মিলিত হয়েছিলেন।

রাশিয়া-ইউক্রেন সংঘাতে নিজের অবস্থান ‘নিরপেক্ষ’ বলে দাবি করে আসছে বেইজিং। তবে কিছু পশ্চিমা নেতারা চীনের অবস্থানের সমালোচনা করছেন। তাঁরা বলছেন, বেইজিংয়ের যে দাবি, তার বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে। মস্কোকে বরং মৌন সমর্থন দিয়ে যাচ্ছে বেইজিং।

চীনের পররাষ্ট্রমন্ত্রী গতকাল বৃহস্পতিবার মস্কো ও কিয়েভকে ‘যত তাড়াতাড়ি সম্ভব’ শান্তি আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন। এদিকে, কিয়েভ বলেছে, বেইজিংয়ের এই আহ্বান ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার গুরুত্ব বাড়িয়েছে।