ঘটা করে বিবাহবিচ্ছেদ উদ্যাপন করলেন চীনা নারী
বিয়ের দিনটি প্রত্যেকের জীবনেই এক বিশেষ দিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে নানা আয়োজন করা হয়। তবে বিবাহ–পরবর্তী জীবন যে সবার সুখের হয়, তেমনটা নয়। কেউ সম্পর্ক টেনে নিয়ে চলেন, আবার কেউ ইতি টানেন। তাই বলে কেউ বিবাহবিচ্ছেদকে উদ্যাপন করেছেন, এমন ঘটনা খুবই বিরল। কিন্তু তেমনটাই ঘটেছে চীনে।
৩৪ বছরের এক নারী তাঁর বিবাহবিচ্ছেদকে উদ্যাপন করতে এক জমকালো পার্টির আয়োজন করেছেন। সেই বিশেষ মুহূর্তের ছবি তুলতে ভাড়া করেন ফটোগ্রাফার। নিজের বিচ্ছেদের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও দিয়েছেন। সেখানে লিখেছেন, ‘আমি যদি জানতাম যে এই বিচ্ছেদের মধ্য দিয়ে আমি সুখী অনুভব করব, তাহলে এটা আমি আগেই সেরে ফেলতাম।’ তাঁর এই পোস্টে ২ লাখ ৩০ হাজার লাইক পড়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্ট–এর খবরে বলা হয়, ওই নারী তাঁর চার বছরের বিবাহিত জীবনের ইতি টানার মুহূর্তটি স্মরণীয় করে রাখতে জমকালো এক পার্টির আয়োজন করেন। ঘটনাটি ঘটেছে গত জুনে চীনের গুয়াংদং প্রদেশে।
এই নারীর বন্ধুরাও বিবাহবিচ্ছেদে তাঁকে বেশ সমর্থন জুগিয়েছেন। তাঁরা লাল রঙের ব্যানার টানিয়ে সেখানে লিখেছেন, ‘এই বিবাহ এখানেই শেষ’ এবং ‘আবার অবিবাহিত হওয়ার জন্য তাঁকে উষ্ণ অভিনন্দন’।
ওই নারী ও তাঁর বন্ধুরা উদ্যাপনের অংশ হিসেবে কিছু আচার-অনুষ্ঠানের আয়োজন করেছেন। যেমন আগুনের বেসিনের ওপর পা রাখা, নিজেকে ‘পরিষ্কার করার জন্য’ পোমেলো পাতা দিয়ে গোসল করা এবং ‘আনন্দের সঙ্গে বিচ্ছেদ’ শিরোনামের একটি গান পরিবেশন।
কী কারণে ওই নারী বিচ্ছেদ ঘটালেন, জানতে চাইলে তিনি বলেন, তিনি তাঁর স্বামীর মুঠোফোনে কিছু খুদে বার্তা দেখেছেন। সেগুলোয় যা লেখা ছিল, তা থেকে তিনি বুঝতে পেরেছেন যে ওই ব্যক্তি তাঁর সঙ্গে প্রতারণা করছেন।
গত জুনে এই বিচ্ছেদের পার্টি হওয়ার ঘটনা চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, শিয়াহশোতে এই ঘটনা হ্যাশট্যাগ#ডিভোর্স ২৭৬ লাখ ভিউ হয়েছে। আর হ্যাশট্যাগ#ডিভোর্সফটোগ্রাফি ৮৩ লাখ ভিউ হয়েছে।