চীন-কিরগিজস্তান সীমান্তে ৭ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্পপ্রতীকী ছবি: রয়টার্স

চীন-কিরগিজস্তান সীমান্তের পাহাড়ি এলাকায় গতকাল সোমবার ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর জানা যায়নি।

স্থানীয় কর্তৃপক্ষ ভূমিকম্পস্থলে উদ্ধারকারী দল পাঠিয়েছে। সিনহুয়া সংবাদ সংস্থা বলেছে, বড় ধরনের দুর্যোগে ত্রাণ ও উদ্ধার অভিযানের জন্য ৮০০ জনের একটি দল প্রস্তুত রাখা হয়েছে।

গতকাল দিবাগত রাত দুইটার দিকে চীনের আকসু শহর থেকে প্রায় ১৪০ কিলোমিটার পশ্চিমে জিনজিয়াং অঞ্চলের ১৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

সিনহুয়ার খবর বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে উশি কাউন্টির গ্রামে আবাসিক দুটি বাড়ি ও গবাদিপশুর আবাসস্থল বিধ্বস্ত হয়েছে। ওই এলাকা সাময়িকভাবে বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে যায়।

ভারতের নয়াদিল্লির স্থানীয় টিভি চ্যানেলগুলোর খবর বলছে, ভূমিকম্পস্থল থেকে ১ হাজার ৪০০ কিলোমিটার দূরে হলেও ওই শহরে বড় ধরনের কম্পন অনুভূত হয়েছে।

সিনহুয়ার খবর বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থলের ২০ কিলোমিটারের মধ্যে ৫টি গ্রামে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বলছে, ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে।
কাজাখস্তান সরকার বলছে, সেখানেও ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কেউ হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

২০১৪ সালে চীনের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ইউনান প্রদেশে ভূমিকম্পে ৬০০ জনের বেশি নিহত হন।