অস্ট্রেলিয়ার গরুর মাংস ঢুকবে চীনে

গরুপ্রতীকী ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার পাঁচটি বড় উৎপাদনকারীর কাছ থেকে গরুর মাংস আমদানিতে বিদ্যমান নিষেধাজ্ঞা তুলে নিয়েছে চীন। অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী মুরে ওয়াট আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনা দুই দেশের সম্পর্ক উন্নয়নের সর্বশেষ নজির।
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে কৃষিমন্ত্রী ওয়াট জানান, বেইজিংয়ের এ নিষেধাজ্ঞা প্রত্যাহার তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

চীন ও অস্ট্রেলিয়া বড় বাণিজ্য অংশীদার। ২০২০ সালে করোনা মহামারির উৎস নিয়ে স্বাধীন তদন্ত শুরুর ঘোষণা দিয়েছিল ক্যানবেরা। এর পর থেকে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে অস্ট্রেলিয়ার। পরে দেশ দুটি সম্পর্ক পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করে।

চীনের বাজারে আমদানি হওয়া গরুর মাংসের অন্যতম বড় উৎস ছিল অস্ট্রেলিয়া। কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনে এর পরিমাণ কমতে শুরু করে। ২০২০ সালে অস্ট্রেলিয়ার কয়েকটি কোম্পানি থেকে আমদানি করা গরুর মাংসের বিষয়ে অনিয়মিত লেবেলিং, কারিগরি ত্রুটিসহ বিভিন্ন অভিযোগ সামনে এনে আমদানি নিষেধাজ্ঞা জারি করে চীন।

ওই সময় অস্ট্রেলিয়া থেকে আমদানি করা আরও কিছু পণ্যের ওপর বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করেছিল চীন। বছর দুয়েক আগে ক্যানবেরায় ক্ষমতার পালাবদলের পর তার বেশির ভাগ তুলে নেওয়া হয়েছে।