বাবার বিরুদ্ধে আটবার থানায় অভিযোগ শিশুর

অভিযোগ জানাতে থানার সামনে ১০ বছরের সেই শিশুছবি: দোইনের ভিডিও থেকে

‘বাবা বড় বোনকে বেশি আদর করে, আমাকে করে না।’ কাঁদতে কাঁদতে থানায় এসে পুলিশ কর্মকর্তার কাছে এমন অভিযোগ করেছে ১০ বছরের একটি শিশু। তা–ও আবার এই অভিযোগ নিয়ে একবার নয়, এক বছরে শিশুটি থানায় গেছে আটবার। এমনই একটি ঘটনা ঘটেছে চীনের হুনান প্রদেশে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শিশুটি সর্বশেষ থানায় আসে গত ২৮ জানুয়ারি। তীব্র শীতের মধ্যে বাড়ি থেকে এক কিলোমিটার পথ হেঁটে সে থানায় যায়। এ সময় তার গায়ে কোনো শীতপোশাক ছিল না। ছিল শুধু পাতলা একটি টি-শার্ট।

ভিডিওতে দেখা যায়, থানায় আসার পর এক পুলিশ কর্মকর্তার পাশে বসে শিশুটি কেঁদে কেঁদে কথা বলছে। এ সময় তার চোখে-মুখে ছিল প্রচণ্ড রাগের ছাপ। পুলিশ কর্মকর্তা তার কাছে জানতে চান, কার বিরুদ্ধে সে অভিযোগ দিতে এসেছে। জবাবে ক্ষোভের সঙ্গে ছেলেটি বলল, ‘বাবার বিরুদ্ধে।’

ভিডিওতে দেখা যায়, যখন শিশুটি পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলছিল, তখন তার বাবা একটি শীতপোশাক (কোট) নিয়ে থানায় উপস্থিত হন। এ সময় তিনি ছেলেকে তা পরানোর চেষ্টা করেন। কিন্তু সে নাছোড়বান্দা, কিছুতেই তা পরবে না; বরং তার কান্না ও ক্ষোভ আরও বেড়ে গেল।

এ সময় পুলিশ কর্মকর্তা শিশুটির কাছে জানতে চান, ‘কেন তুমি কোট পরবে না?’ জবাবে ছেলেটি বলে, সে কোনো কোট পছন্দ করলে বাবা বলেন, ‘এটা তোমার বয়সের না।’ এ থেকে তার মনে হয়েছে, বাবা তাকে নয়, বড় বোনকে বেশি ভালোবাসেন।

শিশুটির মা বলেন, এ নিয়ে এক বছরে তাঁর ছেলে বিভিন্ন অভিযোগ নিয়ে আটবার থানায় গেছে। তাঁরা স্বামী-স্ত্রী দুজনই চাকরির কারণে ব্যস্ত সময় পার করেন। এতে ছেলেমেয়েদের ঠিকঠাক সময় দেওয়া হয় না। এ জন্য তাঁর ছেলের মধ্যে একধরনের ক্ষোভ ও হতাশা কাজ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এ ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একজন লিখেছেন, ‘বাহ, কী চৌকস ও আদুরে ছেলে! সে জানে, কোথায় গেলে সমস্যার সমাধান হবে।’ আরেকজন লিখেছেন, ‘আশা করি, ছেলেটি পুলিশের কাছ থেকে ভালোবাসা ও সমস্যার যথাযথ সমাধান পেয়েছে।’