চীনে ছুরি হামলায় নিহত ৩, আহত ১৫
চীনের সাংহাইয়ে ওয়ালমার্টের একটি সুপারমার্কেটে ছুরি হামলায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। আহত ১৫ জন।
স্থানীয় সময় গতকাল সোমবার রাতে এই ছুরি হামলার ঘটনা ঘটে। এক ব্যক্তি ছুরি নিয়ে সুপারমার্কেটের ভেতরে ঢুকে পড়েন। তিনি লোকজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।
ঘটনাস্থল থেকে লিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা বলছে, গ্রেপ্তার ব্যক্তির বয়স ৩৭ বছর। তিনি ব্যক্তিগত অর্থনৈতিক বিরোধ থেকে সৃষ্ট ক্ষোভ মেটাতে সাংহাইয়ে এসেছিলেন।
ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।
পুলিশ বলছে, ছুরি হামলার পর আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তিনজনের মৃত্যু হয়। বাকি যাঁরা এখন হাসপাতালে চিকিৎসাধীন, তাঁরা আশঙ্কামুক্ত।
শি নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, সব জায়গায় রক্ত দেখা যায়। কী ঘটছিল, তা তিনি জানতেন না। হঠাৎ দেখেন, আতঙ্কিত লোকজন দৌড়াচ্ছে। তাঁরা এমন কিছু আগে কখনো ঘটতে দেখেননি। তাঁরা এমন ঘটনার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। অল্পের জন্য তিনি রক্ষা পেরেছেন। পরে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা আসেন।
চীনে সম্প্রতি ছুরি হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। গত মাসেই দেশটিতে ১০ বছর বয়সী এক জাপানি শিশু তার স্কুলের সামনে ছুরিকাঘাতের শিকার হয়। পরে তার মৃত্যু হয়।