খাঁড়া পাহাড়ের গায়ে ছোট দোকানে বিক্রি হয় স্ন্যাকস

চীনের হুনান প্রদেশে পাহাড়টি অবস্থিত
ছবি: টুইটার থেকে নেওয়া

চীনের হুনান প্রদেশের পিংজিয়াং কাউন্টির শিনিউজাই ন্যাশনাল জিওলজিক্যাল পার্কের একটি উঁচু পাহাড় আছে। এই খাঁড়া পাহাড়ের গায়ে প্রায় ১২০ মিটার উঁচুতে স্থাপন করা হয়েছে কাঠের ছোট একটি বাক্স। বাক্সটি আসলে একটি ছোট দোকান (স্টোর)। দোকানটি থেকে পর্বতারোহীদের কাছে স্ন্যাকসসহ খাওয়ার পানি বিক্রি করা হয়।

চীনের রাষ্ট্র-পরিচালিত সংবাদভিত্তিক চ্যানেল সিজিটিএনের তথ্যমতে, দোকানটি ২০১৮ সালে চালু করা হয়। পর্বত আরোহণের মধ্যে যেসব পর্বতারোহীদের একটু বিরতির দরকার হয়, একটু খাওয়ার পানি খেয়ে শক্তি সঞ্চয় করতে হয়, তাঁদের জন্যই এই দোকান।

ব্যতিক্রমধর্মী এই দোকানের ছবি টুইটারে ভেসে বেড়াচ্ছে। দোকানটির ছবি টুইটার ব্যবহারকারীদের বিস্মিত করে চলছে।

১৪ আগস্ট ‘সায়েন্স গার্ল’ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে দোকানটির দুটি ছবি পোস্ট করা হয়েছে।

ছবির বিবরণে বলা হয়েছে, চীনের হুনান প্রদেশে পাহাড়টি অবস্থিত। ১২০ মিটার উঁচুতে পাহাড়ের গায়ে দোকানটির অবস্থান। দোকানটি পর্বতারোহীদের তাঁদের আরোহণকালে প্রয়োজনীয় জলখাবারসহ অন্যান্য খাবার বিক্রি করে।

দোকানটির ছবি ইন্টারনেট ব্যবহারকারীদের বিস্মিত করার পাশাপাশি কৌতূহলি করে তুলছে। দোকানটি কীভাবে চলে, কারা পরিচালনা করে, এসব বিষয় সম্পর্কে জানতে চাইছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।

ব্যতিক্রমধর্মী দোকানটির ছবি টুইটারে ভেসে বেড়াচ্ছে
ছবি: টুইটার থেকে নেওয়া

দোকানটি সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, এমন প্রতিভার কথা চিন্তাই করা যায় না। আরেকজনের মন্তব্য, ব্যাপারটি একই সঙ্গে পাগলাটে, আবার অবিশ্বাস্যও।

খবরে বলা হয়, দোকানটির কর্মচারীরা পেশাদার পর্বতারোহী। তাঁরা যেসব পণ্য বিক্রি করেন, তা একটি বিশেষ রশির মাধ্যমে দোকানে পাঠানো হয়। দোকানের ভেতর একজন কর্মী অবস্থান করেন।