উপকূলে ভীতি ছড়াচ্ছে চীন, অভিযোগ তাইওয়ানের

সম্প্রতি চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা অনেক বেড়ে গেছেছবি: রয়টার্স

চীনের উপকূলরক্ষীবাহিনী পর্যটকদের মধ্যে ভীতি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে তাইওয়ান। কিনমেন এলাকায় তাইওয়ানের পর্যটকবাহী একটি জাহাজ আটকে চীনের উপকূলরক্ষীদের জিজ্ঞাসাবাদের পর তাইওয়ানের পক্ষ থেকে এ অভিযোগ তোলা হয়। খবর বিবিসির।

তাইওয়ানের কর্তৃপক্ষ বলেছে, একটি জাহাজ আটকে তার গন্তব্য, সনদ ও চালকদের অনুমতি দেখতে চাওয়া হয়।

দেড় ঘণ্টা পর জাহাজটি ছাড়া হয়। এর আগে ওই এলাকায় চীনের একটি নৌযান আটকে দুজনকে মেরে ফেলার অভিযোগ তোলে চীন। এরপর সেখানে কড়া নজরদারির ঘোষণা দেয়।

কিনমেন নামের ওই এলাকা চীনের দক্ষিণ–পূর্ব উপকূল থেকে তিন কিলোমিটার দূরে। বর্তমানে চীন ও তাইওয়ানের মধ্যকার উত্তেজনার কেন্দ্র হয়ে উঠেছে এলাকাটি।