চীনে নতুন পলিটব্যুরোতে নেই কোনো নারী, বাদ লি কেছিয়াং

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কংগ্রেস অধিবেশন শেষ হয়েছে। কমিউনিস্ট পার্টি অব চায়নায় বড় রকমের পালাবদল ঘটেছে। অধিবেশনে ২০৫ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। নতুন কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়েছেন সেকেন্ড ইন কমান্ড দেশটির প্রধানমন্ত্রী লি কেছিয়াং। কমিটিতে নেই প্রভাবশালী ওয়াং ইয়াংও।

চীনে ঐতিহাসিকভাবে তৃতীয় মেয়াদে নেতৃত্ব নিশ্চিত করলেন সি চিন পিং। আজ রোববার চীনা কমিউনিস্ট দলের কেন্দ্রীয় কমিটি আরও পাঁচ বছর মেয়াদে সিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে।

আজ কেন্দ্রীয় কমিটির ২৪ সদস্যের পলিটব্যুরো সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে থেকে সাত সদস্যের পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিও গঠন করা হয়েছে। তবে চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোয় স্থান পেলেন না কোনো নারী। আজ চীনের নতুন পলিটব্যুরোর তালিকা প্রকাশ করা হয়। গত ২৫ বছরের চীনা কমিউনিস্ট পার্টির ইতিহাসে এই প্রথমবার কোনো নারী কমিটিতে জায়গা পাননি।

এর আগে চীনের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোয় একমাত্র নারী সদস্য ছিলেন সান চুনলান। ৭২ বছর বয়সী সান অবসর নেওয়ার পর কমিউনিস্ট পার্টি কোনো নারী সদস্যকে পলিটব্যুরোর সদস্য হিসেবে নিয়োগ করেনি।

পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে জায়গা পেলেন কারা

পলিটব্যুরোয় মূলত সি চিন পিংয়ের ঘনিষ্ঠজনেরাই স্থান পেয়েছেন। ২০তম কংগ্রেসে নতুন পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির নির্বাচিত সদস্যরা হলেন সি চিন পিং, লি কিয়াং, ঝাও লেইজি, ওয়াং হুনিং, কাই কি, ডিং জুয়েজিয়াং ও লি জি মিট। সি চিন পিংয়ের প্রতি আনুগত্যের পুরস্কার হিসেবেই তাঁরা পলিটব্যুরোয় জায়গা করে নিয়েছেন।

ওয়াশিংটনের আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক ইয়াং ঝ্যাং বিবিসিকে বলেন, এ ঘটনা খুবই দুঃখজনক এবং এটি মর্মান্তিক ব্যবস্থা।

আগামী বছর লি কেছিয়াং চীনের প্রধানমন্ত্রীর পদ থেকে অবসর নেবেন। পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে আছে নানা আলোচনা। এ ক্ষেত্রে এগিয়ে আছেন লি কিয়াং। জানা গেছে, সি চিন পিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ লি কিয়াং। তিনি বর্তমানে চীনের বাণিজ্যিক নগরী সাংহাইয়ের প্রশাসনিক পদের শীর্ষে রয়েছেন। তাঁর নির্দেশেই সাংহাইতে কঠোর লকডাউন চলে। তবে কঠোর লকডাউনের জন্য লি কিয়াংকে অপছন্দ করে দেশটির অনেকেই।

তৃতীয়বারের মতো চীনা প্রেসিডেন্ট হওয়া সি চিন পিংয়ের জন্য শুধু সময়ের অপেক্ষামাত্র। আগামী মার্চেই আনুষ্ঠানিকভাবে সি চিন পিংকে তৃতীয়বারের জন্য চীনের প্রেসিডেন্ট ঘোষণা করার কথা রয়েছে। চীনের আগের সংবিধান অনুযায়ী দুবারের বেশি মেয়াদে কেউ চীনের প্রেসিডেন্ট হতে পারেন না। ২০১৮ সালে সেই সংবিধান সংশোধন করা হয়েছে। আজ কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্যরা রুদ্ধদার বৈঠক করেন। তারপরই তৃতীয়বারের জন্য কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে সি চিনকে ঘোষণা করা হয়। নির্বাচিত হওয়ার পর সি চিন পিং গণমাধ্যমের উদ্দেশে বলেন, ‘চীনকে বিশ্বের প্রয়োজন। চীন বিশ্বকে ছাড়া উন্নতি করতে পারবে না। আবার বিশ্বেরও চীনকে প্রয়োজন।’