এক দিনে এক কোটির বেশি মানুষকে টিকা দিল চীন

সিনোফার্মের করোনার টিকা
ছবি: রয়টার্স

চীনে স্থানীয় সময় গতকাল শুক্রবার ১ কোটি ৫ লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ৩০ কোটি ৮২ লাখের বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। চীনের ন্যাশনাল হেলথ কমিশন আজ শনিবার এসব তথ্য প্রকাশ করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়। চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা ছড়িয়ে পড়ে। এক বছরের বেশি সময় ধরে বিশ্বে মহামারি চালিয়ে যাওয়া করোনা প্রায় ৩৩ লাখ মানুষের প্রাণ কেড়েছে। আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৫ কোটি ৮০ লাখের বেশি।

এর মধ্যেই চীনের সিনোফার্মের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

পশ্চিমা দেশগুলোর বাইরে উদ্ভাবিত করোনার টিকাগুলোর মধ্যে এটাই প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেল।