কাচের সেতু ভেঙে ঝুলছিলেন তিনি

প্রচণ্ড বাতাসে কাচের পাটাতন ভেঙে যাওয়ায় ওই ব্যক্তি এমন বিপদে পড়েছিলেন।
ছবি: ওয়েইবো

চীনে সেতুতে ঝুলছিলেন এক ব্যক্তি। প্রচণ্ড বাতাসে কাচের পাটাতন ভেঙে যাওয়ায় ওই ব্যক্তি এমন বিপদে পড়েছিলেন। দেশটির উত্তর-পূর্বে পিয়ান পাহাড়ে ৩৩০ ফুট উঁচুতে অবস্থিত কাচের সেতুটি দেখতে গিয়েছিলেন ওই ব্যক্তি। খবর বিবিসির।

স্থানীয় সময় গত শুক্রবার এ ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে বাতাস বইছিল। এ সময় কাচের পাটাতনের কয়েকটি টুকরো ভেঙে উড়ে পড়ে যায়।
চীনে আনুমানিক ২ হাজার ৩০০টি কাচের সেতু রয়েছে। পর্যটকদের আকৃষ্ট করতে বিশেষ নকশায় এসব সেতু নির্মাণ করা হয়েছে।

লংজিং শহরের কাছের ওই সেতুর মাঝামাঝি জায়গায় ঝুলন্ত ওই ব্যক্তির ছবি চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে ভাইরাল হয়েছে।

সিনহুয়া সংবাদ সংস্থার খবরে জানানো হয়, অগ্নিনির্বাপক বাহিনী ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করেছে। ওই ব্যক্তি এখন নিরাপদে রয়েছেন।

ওই পর্যটককে হাসপাতালে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে। তিনি শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।লংজিন সিটি ওয়েইবো পেজে জানানো হয়েছে, ওই এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

চীনে এ ধরনের দুর্ঘটনা এই প্রথম নয়। ২০১৮ সালে হুবেই প্রদেশে কাচের তৈরি ৩২টি পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। এর মধ্যে সেতু, ডেক ও বিভিন্ন ওয়াকওয়ে রয়েছে।
দেশটির গুয়াংঝি প্রদেশে কাচের পাটাতন থেকে পড়ে ২০১৯ সালে একজন নিহত ও ছয়জন আহত হন।

২০১৬ সালে ঝাংজিয়াজি শহরে কাচের সেতু ভেঙে এক পর্যটক আহত হয়েছেন।