চায়না ইস্টার্ন এয়ারলাইনসের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ‘ইচ্ছাকৃত’

গত ২১ মার্চ চায়না ইস্টার্ন এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়
ফাইল ছবি: রয়টার্স

চায়না ইস্টার্ন এয়ারলাইনসের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনাটি ‘ইচ্ছাকৃত’ ছিল। ককপিটে থাকা কেউ ইচ্ছাকৃতভাবে এ কাজ করেছেন। গত মার্চে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি থেকে উদ্ধার করা একটি ব্ল্যাকবক্সের ফ্লাইট ডেটায় এমন ইঙ্গিত মিলেছে। খবর রয়টার্সের।

ব্ল্যাকবক্সটির ফ্লাইট ডেটা পর্যালোচনা করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। তাঁদের প্রাথমিক পর্যালোচনার বিষয়ে অবগত—এমন ব্যক্তিদের উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের দ্য ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাকবক্সের ফ্লাইট ডেটার তথ্য উঠে এসেছে।

এক পশ্চিমা কর্মকর্তা রয়টার্সকে বলেন, প্রাথমিক তদন্তে কারিগরি ত্রুটির কোনো লক্ষণ পাওয়া যায়নি। ফলে তদন্তে উড়োজাহাজটির ক্রুদের কর্মকাণ্ড খতিয়ে দেখার ওপর জোর দেওয়া হচ্ছে।

উড়োজাহাজটির নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং প্রতিবেদনটির বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তারা চীনের নিয়ন্ত্রক সংস্থাগুলোকে এ বিষয়ে প্রশ্ন করার পরামর্শ দিয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডও (এনটিএসবি) এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

গত ২১ মার্চ চায়না ইস্টার্ন এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। চীনের কুনমিং থেকে গুয়াংঝু যাওয়ার পথে পার্বত্য গুয়াংশি এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে ১২৩ জন যাত্রী ও ৯ ক্রুর সবাই নিহত হন।

উড়োজাহাজটি উড্ডয়নের স্বাভাবিক উচ্চতা থেকে হঠাৎ সোজাসুজি মাটিতে আছড়ে পড়ে। চীনের মূল ভূখণ্ডে ২৮ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী উড়োজাহাজ দুর্ঘটনা।

গত মাসে উড়োজাহাজটি বিধ্বস্তের প্রাথমিক তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ দেয় চীনের নিয়ন্ত্রক সংস্থাগুলো। এতে তারা বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের কারিগরি বিষয়ে কোনো সুপারিশ দেয়নি।

১৯৯৭ সাল থেকে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ব্যবহৃত হয়ে আসছে। এই উড়োজাহাজের নিরাপদ উড্ডয়নের বেশ খ্যাতি রয়েছে বলে মত বিশেষজ্ঞদের।
যুক্তরাষ্ট্রের এনটিএসবির চেয়ারপারসন জেনিফার হোমেন্ডি ১০ মে এক সাক্ষাৎকারে বলেন, চীনা কর্তৃপক্ষকে তদন্তে সহযোগিতায় বোর্ডের তদন্তকারীদের পাশাপাশি বোয়িং টিম ইতিমধ্যে সে দেশ সফর করেছেন।

জেনিফার হোমেন্ডি বলেন, তদন্তে এখন পর্যন্ত নিরাপত্তাসংক্রান্ত কোনো বিষয় পাওয়া যায়নি, যার জন্য জরুরি কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে।

নিরাপদ উড্ডয়নসংক্রান্ত কোনো সমস্যা যদি বোর্ড দেখে, তাহলে তারা জরুরি ভিত্তিতে এ ব্যাপারে সুপারিশ করবে বলে জানান এনটিএসবির চেয়ারপারসন।

আরও পড়ুন