চীনে দৈনিক সংক্রমণ দুই মাসে সর্বোচ্চ

করোনা মহামারি শুরুর পর লকডাউনে নীরব চীনের উহানের একটি সড়ক
ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে চীনে। দেশটিতে গতকাল রোববার এক দিনে ৩২ জন রোগী শনাক্ত হয়েছে। গত দুই মাসে দৈনিক সংক্রমণ শনাক্তের হিসাবে এটি সর্বোচ্চ সংখ্যা।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে স্থানীয় যাঁরা, তাঁদের সবাই চীনের দক্ষিণ-পশ্চিমে মিয়ানমার সীমান্তের উনান প্রদেশের রুলি শহরের বাসিন্দা। রুলি শহরে গতকাল ১৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়। বাইরে থেকে আসা ব্যক্তি মিলিয়ে চীনে এক দিন মোট ৩২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা এ বছরের ৩১ জানুয়ারির পর সর্বোচ্চ।

রুলির শহর কর্তৃপক্ষ বাসিন্দাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে। সেখানে ব্যাপকহারে করোনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। গত সপ্তাহে রুলি শহরে করোনা সংক্রমিত রোগী শনাক্তের পর শহরটিতে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়।

আরও পড়ুন

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানায়, রুলি শহরে শনাক্ত হওয়া রোগীদের শরীরের করোনাভাইরাসের জিনগত বিশ্লেষণ করে ১১ জনের শরীরে পাওয়া ভাইরাসের নমুনার সঙ্গে মিয়ানমারের ভাইরাসের মিল পাওয়া গেছে।

মিয়ানমার থেকে উনান প্রদেশে প্রবেশের অন্যতম পথ হচ্ছে রুলি শহর।

ইতিমধ্যে রুলির স্থানীয় কর্তৃপক্ষ সেখানে করোনার টিকা দেওয়া শুরু করেছে। তারা সেখানকার বাসিন্দাদের হার্ড ইমিউনিটি তৈরির দিকেও জোর দিচ্ছে।

রয়টার্স বলছে, চীনের মূল ভূখণ্ডে এখন পর্যন্ত ৯০ হাজার ৩০৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৬ জনের।