চীনে হোটেল ভবনের একাংশে ধস, ৮ জনের মৃত্যু

সিজি কাইয়ুআন হোটেলের একাংশ ধসে পড়ার পর চলছে উদ্ধারকাজ। চীন, ১২ জুলাই।ছবি: রয়টার্স

চীনের সুঝোউ শহরের একটি আবাসিক হোটেল ভবনের একাংশ বিধ্বস্ত হয়েছে। সোমবারের এই ঘটনায় এখন পর্যন্ত ৮ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন ৯ জন। তাঁদের সন্ধান পেতে উদ্ধারকাজ চলছে।

স্থানীয় সরকারের বরাতে আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বিকেলে চীনের উপকূলীয় প্রদেশ জিয়াংসুর সুঝোউ শহরের সিজি কাইয়ুআন হোটেলের তিনতলা একটি অংশ ধসে পড়ে। বিষয়টি বিবৃতি দিয়ে জানিয়েছে শহর কর্তৃপক্ষ। দুর্ঘটনার পরপরই চীনের জরুরি ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রণালয়ের উদ্ধার দল ঘটনাস্থলে কাজ শুরু করেছে। আজ দেশটির গণমাধ্যম জানিয়েছে, এখন পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ আরও ৯ জন। আর ৮ জনের মরদেহ খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা।

সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে উদ্ধারকারীদের ধ্বংসস্তূপের ভেতরে নিখোঁজদের খুঁজতে দেখা যায়। তবে হোটেলর একাংশ ধসে পড়ার কোনো কারণ জানা যায়নি। তদন্ত চলছে।

চীনের সিজি কাইয়ুআন হোটেলটি ২০১৮ সালে চালু হয়। ৫৪ কক্ষের এই আবাসিক হোটেলে তুলনামূলক সস্তায় থাকতে পারত মানুষ।