চীনে ৮ জন করোনা রোগী শনাক্ত

প্রতীকী ছবি

চীনের সাংহাইতে স্থানীয় সময় গতকাল শনিবার আটজন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। দেশটির ন্যাশনাল হেলথ কমিশন বলছে, যাঁরা সংক্রমিত হয়েছেন, তাঁরা সবাই দেশের বাইরে গিয়েছিলেন। খবর রয়টার্সের।

ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, চীনে করোনায় সংক্রমিত হয়ে নতুন করে কেউ মারা যাননি।

আরও ১৩ জন রোগীর ব্যাপারে সুনিশ্চিত কোনো তথ্য জানায়নি চীন। এক দিন আগে দেশটিতে করোনাভাইরাসে ১০ জন সংক্রমিত হন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা শনাক্ত হয়।প্রচলিত রয়েছে, দেশটিতে বন্য প্রাণীর বাজার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। চীনে করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে কাজ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদল। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের ডিসেম্বরের আগেই চীনে করোনাভাইরাস অনেক বেশি সংক্রমিত হয়। তবে কয়েক মাসের মধ্যেই দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কড়া লকডাউন ও পরীক্ষা বাড়ানোর মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে আনে চীন।